রাজহাঁসের বাসস্থান

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
3

রাজহাঁসের বাসস্থান

রাজহাঁসের বাসস্থান খুবই সাধারণ। শেডটি সাধারণ হলেও রাতের বেলায় শেডটি সম্পূর্ণ বন্ধ করার ব্যবস্থা থাকতে হবে শিয়াল ও অন্যান্য শিকারি প্রাণির হাত থেকে হাঁসকে রক্ষা করার জন্য। জলবায়ু এবং নিষ্কাশনের ব্যবস্থার উপর ভিত্তি করে ঘরের মেঝে পাকা হতে পারে। ঘরের মেঝে শুকনা রাখার লক্ষ্যে মেঝে ৮-১০ সে.মি. পুরু করে কাঠের গুড়া দিয়ে লিটার দিতে হবে। হাঁস তার থাকার ঘর নোংরা করে ফেলে তাই স্যাঁতস্যাঁতে ভিজা লিটার অবশ্যই ঘন ঘন পরিবর্তন করে দিতে হবে। তাই বর্তমানে খামারিগন রাজহাঁস পালনের জন্য মাচা পদ্ধতি ব্যবহারের দিকে আকৃষ্ট হচ্ছে। প্রত্যেক শেডের সাথেই আঙিনার জায়গা থাকতে হবে। আঙিনা কত বড় হবে তা খাদ্যাভ্যাস, ব্যবস্থাপনা পদ্ধতি এবং জায়গার প্রাপ্যতার উপর ভিত্তি করে হয়। তবে আঙিনায় জায়গার পরিমাণ প্রতি হাঁসের জন্য ২ বর্গ মিটার থাকা ভালো। আঙিনা যতদূর সম্ভব বড় করা যায় এবং হাঁস দৌড়ানো শুরু করার পূর্বেই আঙিনায় ঘাস রোপণ করে আঙিনাকে চারণ ভূমিতে রূপান্তর করতে হবে। তবে আঙিনা অবশ্যই বন্য প্রাণিমুক্ত রাখার জন্য বেড়া দিতে হবে। প্রত্যক শেডে ডিম পাড়ার বাক্স দিতে হবে যদিও কোনো কোনো রাজহাঁস মেঝে বা লিটারের উপর নিজে তাদের ডিম পাড়ার বাসা তৈরি করে থাকে।

প্লেটেড হাউজ 

রাজহাঁসের প্লেটেড মেঝে তৈরির জন্য নিম্নলিখিত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। 

১. হাঁস দাঁড়ানোর জায়গায় প্লেটেড উপরিভাগ ২ (দুই) সেন্টিমিটার চওড়া নিশ্চিত করতে হবে। 

২. স্লেটেড নিচে ১.৫ সে.মি. চওড়া নিশ্চিত করতে হবে যাতে ময়লা সহজে নিচে পড়ে যায়। 

৩. একটি প্লেটেড থেকে অন্য প্লেটেড দূরত্ব হবে ১.৫ সে.মি। 

৪. প্রতিটি রাজহাঁসের জন্য ১ বর্গমিটার মেঝের জায়গা দিতে হবে। 

৫. মাটি থেকে প্লেটেড মেঝের উচ্চতা হবে ময়লা দূর করার জন্য যতটুকু উচ্চতা দরকার ততটুকু ।

 

 

 

Content added By
Promotion