লেদ মেশিনের পরিচিতি (Contact lathe machine)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

লেদ মেশিন (Lathe Machine ) : 
লেদ মেশিন হচ্ছে এমন এক প্রকার মেশিন টুলস যার দ্বারা একটা (Single point) বাটালির সাহায্যে ঘুরন্ত বস্তুকে কেটে বেলনাকৃতি (Cylindrical), মোচাকৃতি (Conical) বর্গাকৃতি (Square) এবং চেপ্টা (Flat) আকৃতি প্রদান করা হয় । মূলত লেদ মেশিন টার্নিং কাজেই বেশি ব্যবহৃত হয় ।

লেদ মেশিন প্রথম উদ্ভাবিত হয় প্রধানত শ্যাফট বোল্ট, পিন, গিয়ার ব্লাঙ্ক, ইত্যাদি উৎপাদন করার উদ্দেশ্যে । ক্রমে এর উন্নতি সাধন করে এবং প্রয়োজনমতো কিছু অতিরিক্ত যন্ত্রাংশ ও প্রযুক্তি সংযোজন করে অনেক বেশি ও ব্যাপক কার্যক্রম সম্ভব হয়। এতে পুলি, প্যাঁচ কাটা, ছিদ্রকরা, বোরিং, রিমিং, ট্যাপিং, নার্লিং, গ্রাইন্ডিং, ফিনিশিং এবং বেশ কিছু মিলিং অপারেশনের কাজও সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হয়। বস্তুত লেদ মেশিন এমন একটা মেশিন টুল বা অপর একটা লেদ মেশিন তৈরি করতে যতগুলো অপারেশন প্রয়োজন, তার সবই করতে পারে। আর এ জন্যই লেদ মেশিনকে সকল মেশিন টুলসের উৎস বা Father of all Machine tools বলে।

লেদ মেশিনের প্রকারভেদ (Types of lathe machine) : 
লেদ মেশিনের প্রধানত দুই প্রকার যেমন- 
১। হস্তচালিত লেদ মেশিন ও 
২। শক্তিচালিত লেদ মেশিন । 

কাজের উপর ভিত্তি করে
হস্তচালিত লেদ মেশিন বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন- 
১। হ্যান্ড লেদ মেশিন 
২। উড় ওয়ার্ক লেদ মেশিন 
৩। পলিশি লেদ মেশিন ও 
৪। প্যাটার্ন লেদ মেশিন 

কাজের উপর ভিত্তি করে শক্তি চালিত লেদ মেশিনও বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন- 
ক. বেঞ্চ লেদ 
খ. সেন্টার লেদ 
গ. মেটাল টার্নিং লেদ 
ঘ. স্পিড লেদ ড. টুল রুম লেদ
চ. প্রিসিশন লেদ 
ছ. টারেট বা ক্যাপস্টেন লেদ
জ. নিউমেরিক্যাল কন্ট্রোলড লেদ (NC lathe ) 
ঝ. কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোলড লেদ (CNC Jathe) 

হস্তচালিত লেদ মেশিনের কাজ (Hand driven lathe machine work) : 
হস্তচালিত লেদ মেশিন ক্ষুদ্র শিল্পকারখানায় সাধারণ কাজে ব্যবহৃত হয়। এই লেদ মেশিন অসুস্থ মাপেরও অমসৃণ কাজে, বিশেষ করে নরম বস্তুর মেশিনিং কাজে ব্যবহৃত হয়। এই মেশিনের হাতের সাহায্যে শক্তি উৎপাদন করে। কাজ করা হয় । ফ্লাট ফাইলের কাঠের হাতল এ মেশিনে তৈরি করা হয় । 

শক্তিচালিত লেদ মেশিনে কাজ (Power driven lathe machine work) : 
বৃহৎ উৎপাদন কাজে এবং ধাতব বস্তু মেশিনিং করার জন্য শক্তিচালিত লেদ মেশিন যেমন বৈদ্যুতিক শক্তি (মোটর), ও যান্ত্রিক শক্তি (অন্তদহ ইঞ্জিন) ব্যবহৃত হয় যেখানে বিদ্যুৎ সুবিধা নেই সেখানে অন্তসহ ইঞ্জিন চালিত লেদ মেশিন ব্যবহৃত হয়। আর এই কারণেই লেদ মেশিনকে ইঞ্জিন লেদ বলা হয়। সাধারণত ভারী, ধাতব বস্তুর মেশিনিং কাজে এবং সূক্ষ্ম ও ফিনিশিং কাজে শক্তিচালিত লেদ মেশিন ব্যবহৃত হয়। প্রায় প্রত্যেকটি কল-কারখানা ও ওয়ার্কশপে এই শ্রেণির লেদ মেশিন জনপ্রিয় । বর্তমান উন্নত প্রযুক্তির যুগে বহুল উৎপাদনের ক্ষেত্রে অতি সূক্ষ্ম ও সঠিক মাপের এই প্রকার বা নমুনার যন্ত্রাংশ বহুল পরিমাণে স্বল্প সময়ে উৎপাদন করার জন্য অত্যাধুনিক লেদ মেশিন ব্যবহার করা হয় য়া NC (Neumerical Control) লেদ মেশিন নামে পরিচিত। 

কুল্যান্ট (Coolant) : 
কাটিং টুলস দ্বারা কার্যবস্তুতে কর্তন (Cutting) বা ঘর্ষণ (Grinding ) কাজের সময় কাটিং টুল ও কার্যবস্তুর মধ্যে ঘর্ষণের ফলে সৃষ্ট তাপকে কমিয়ে কাটিং টুলস এবং কার্যবস্তুকে ঠান্ডা করার প্রয়োজনে যে শীতল প্রবাহী ব্যবহার করা হয়, তাকে কুল্যান্ট বা শীতল প্রবাহী বলে । ক্ষেত্র বিশেষে তিন প্রকার কুল্যান্ট পাওয়া যায় । 
১. নিরেট বা সলিড (Solid) কুল্যান্ট, যেমন গ্রাফিইট পাউডার 
২. তরল (Liquid) কুল্যান্ট, কাটিং অয়েল 
৩. গ্যাসীয় (Gasious) কুল্যান্ট, কার্বনডাই অক্সাইড গ্যাস। 

কুল্যান্ট এর কাজ বা ব্যবহার (The use of coolant ):
 ১. কুল্যান্ট ধাতুখন্ডের পৃষ্ঠতল তৈলাক্ততা করে, এতে কাটিং টুল অপেক্ষাকৃত কম তাপে ধাতুকে কর্তন করে 'ও টুল লাইফ বৃদ্ধি করে। 
২. কাটিং অপারেশন সৃষ্টি চিপ্‌সসমূহ কাটিং টুলের ধারে লেগে যায়। কাটিং টুলের কাটিং এজ পরিষ্কার রাখার জন্য কুলান্ট ব্যবহৃত হয় । 
৩. কাটিং ও মেশিনিং অপারেশনের ফলে কার্যবস্তুর পৃষ্ঠতল মসৃণ করতে কুলান্ট ব্যবহৃত হয়। 
৪. কাটিং টুলস এর শক্তিতা ( Hardening) ও টেম্পারিং গুণাবলি অক্ষুন্ন রাখর জন্য এবং কাটিং এজ এর স্থায়িত্ব বাড়াতে কুলান্ট ব্যবহৃত হয় । 
৫. কাটিং ও মেশিনিংকালে কাটিং টুল ও কার্যবস্তুর মধ্যে ঘর্ষণজনিত বাধা কমিয়ে অধিক ঘূর্ণনগতি পাওয়ার জন্য কুল্যান্ট ব্যবহৃত হয়। 
৬. কাটিং টুল যত বেশি গরম হবে, তত তাড়াতাড়ি এটার ক্ষয় হবে। অত্যধিক গরম হয়ে কাটিং টুলের হার্ডনেস অক্ষুন্ন রেখে কাজ করতে কুল্যান্ট ব্যবহৃত হয়।

Content added || updated By
Promotion