শব্দরূপঃ (চতুর্থ পাঠ)

সপ্তম শ্রেণি (মাধ্যমিক) - সংস্কৃত - দ্বিতীয় অধ্যায় | NCTB BOOK
223

শব্দের সঙ্গে সাতটি বিভক্তি যুক্ত হয়- প্রথমা (১মা), দ্বিতীয়া (২য়া), তৃতীয়া (৩য়া), চতুর্থী (৪র্থী), পঞ্চমী (৫মী), ষষ্ঠী (৬ষ্ঠী) ও সপ্তমী (৭মী)। এই সাতটি বিভক্তির প্রত্যেকটির তিনটি বচন- একবচন, দ্বিবচন ও বহুবচন। সুতরাং শব্দবিভক্তির মোট রূপ একুশটি (৭০৩)। শব্দ বিভক্তির অপর নাম সুপ্।

শব্দ বিভক্তির আকৃতি

শব্দ বিভক্তির আকৃতি প্রয়োগের সুবিধার জন্য নিম্নলিখিতভাবে লেখা যেতে পারে-

শব্দরূপ: সাতটি বিভক্তি ও সম্বোধনের তিনটি বচনে শব্দের যে বিভিন্ন রূপ হয় তাদের বলা হয় শব্দরূপ।

নিম্নে কয়েকটি শব্দের রূপ প্রদর্শিত হল:

ই-কারান্ত পুংলিঙ্গ শব্দ
১। মুনি (ঋষি)

দ্রষ্টব্য: পতি ও সখি ব্যতীত অগ্নি, রবি, বিধি, কবি, কপি, বহ্নি, গিরি, রশ্মি প্রভৃতি ই-কারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ মুনি শব্দের মত। সমাসে পরপদস্থ পতি শব্দের রূপও মুনি শব্দের মত হয়। যেমন- নরপতি, ভূপতি, শ্রীপতি, নৃপতি, মহীপতি, শচীপতি, লক্ষ্মীপতি ইত্যাদি।

২। পতি (স্বামী)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
১মাপতিঃপতীপতয়ঃ
২য়াপতিম্পতীপতীন্
৩য়াপত্যাপতিভ্যাম্পতিভিঃ
৪র্থীপত্যেপতিভ্যাম্পতিভ্যঃ
৫মীপত্যুঃপতিভ্যাম্পতিভ্যঃ
৬ষ্ঠীপত্যুঃপত্যোঃপতীনাম্
৭মীপত্যৌপত্যোঃপতিষু
সম্বোধনপতেপতীপতয়ঃ

৩। সখি (বন্ধু)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
১মাসখাসখায়ৌসখায়ঃ
২য়াসখায়ম্সখায়ৌসখীন
৩য়াসখ্যাসখিভ্যাম্সখিভিঃ
৪র্থীসখ্যেসখিভ্যাম্সখিভ্যঃ
৫মীসখ্যুঃসখিভ্যাম্সখিভ্যঃ
৬ষ্ঠীসখ্যুঃসখ্যোঃসখীনাম্
৭মীসখ্যৌসখ্যোঃসখিযু
সম্বোধনসখেসখায়ৌসখায়ঃ

আ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ
১। লতা (ব্রততী)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
১মালতালতেলতাঃ
২য়ালতাম্লতেলতাঃ
৩য়ালতয়ালতাভ্যাম্লতাভিঃ
৪র্থীলতায়ৈলতাভ্যাম্লতাভিঃ
৫মীলতায়াঃলতাভ্যাম্লতাভিঃ
৬ষ্ঠীলতায়াঃলতয়োঃলতানাম্
৭মীলতায়াম্লতয়োঃলতাসু
সম্বোধনলতেলতেলতাঃ

দ্রষ্টব্য: শ্রদ্ধা, প্রভা, বিভা, আশা, ইচ্ছা, দয়া, কৃপা, বীণা, দেবতা, লজ্জা, ঘৃণা, বিদ্যা, গঙ্গা প্রভৃতি আ-কারান্ত সত্রীলিঙ্গ শব্দের রূপ লতা শব্দের অনুরূপ।

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
১মাকন্যাকন্যেকন্যাঃ
২য়াকন্যাম্কন্যেকন্যাঃ
৩য়াকন্যয়াকন্যাভ্যাম্কন্যাভিঃ
৪র্থীকন্যায়ৈকন্যাভ্যাম্কন্যাভিঃ
৫মীকন্যায়াঃকন্যাভ্যাম্কন্যাভিঃ
৬ষ্ঠীকন্যায়াঃকন্যয়োঃকন্যানাম্
৭মীকন্যায়াম্কন্যয়োঃকন্যাসু
সম্বোধনকন্যেকন্যেকন্যাঃ

৩। দুর্গা (দশভুজা দেবী)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
১মাদুর্গাদুর্গেদুর্গাঃ
২য়াদুর্গাম্দুর্গেদুর্গাঃ
৩য়াদুর্গয়াদুর্গাভ্যাম্দুর্গাভিঃ
৪র্থীদুর্গায়ৈদুর্গাভ্যাম্দুর্গাভ্যঃ
৫মীদুর্গায়াঃদুর্গাভ্যাম্দুর্গাভ্যঃ
৬ষ্ঠীদুর্গায়াঃদুর্গয়োঃদুর্গানাম্
৭মীদুর্গায়াম্দুর্গয়োঃদুর্গাসু
সম্বোধনদুর্গেদুর্গেদুর্গাঃ

ঈ-কারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ
১। নদী (তটিনী)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
১মানদীনদ্যৌনদ্যঃ
২য়ানদীম্নদ্যৌনদীঃ
৩য়ানদ্যানদীভ্যাম্নদীভিঃ
৪র্থীনদ্যৈনদীভ্যাম্নদীভ্যঃ
৫মীনদ্যাঃনদীভ্যাম্নদীভ্যঃ
৬ষ্ঠীনদ্যাঃনদ্যোঃনদীনাম্
৭মীনদ্যাম্নদ্যোঃনদীষু
সম্বোধননদিনদ্যৌনদ্যঃ

২। দেবী (স্ত্রীদেবতা)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
১মাদেবীদেব্যৌদেব্যঃ
২য়াদেবীম্দেব্যৌদেবীঃ
৩য়াদেব্যাদেবীভ্যাম্দেবীভিঃ
৪র্থীদেব্যৈদেবীভ্যাম্দেবীভ্যঃ
৫মীদেব্যাঃদেবীভ্যাম্দেবীভ্যঃ
৬ষ্ঠীদেব্যাঃদেব্যোঃদেবীনাম্
৭মীদেব্যাম্দেব্যোঃদেবীষু
সম্বোধনদেবিদেব্যৌদেব্যঃ

৩। শ্রী (লক্ষ্মী, সৌন্দর্য)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
১মাশ্রীঃশ্রিয়ৌশ্রিয়ঃ
২য়াশ্রিয়ম্শ্রিয়ৌশ্রিয়ঃ
৩য়াশ্রিয়াশ্রীভ্যাম্শ্রীভিঃ
৪র্থীশ্রিয়ৈ, শ্রিয়েশ্রীভ্যাম্শ্রীভ্যঃ
৫মীশ্রিয়াঃ, শ্রিয়ঃশ্রীভ্যাম্শ্রীভ্যঃ
৬ষ্ঠীশ্রিয়াঃ, শ্রিয়ঃশ্রিয়োঃশ্রিয়াম্, শ্রীণাম্
৭মীশ্রিয়াম্, শ্রিয়িশ্রিয়োঃশ্রীযু
সম্বোধনশ্রীঃশ্রিয়ৌশ্রিয়ঃ

দ্রষ্টব্য: হ্রী (লজ্জা), ধী (বুদ্ধি) ও ভী (ভয়) শব্দের রূপ শ্রী-শব্দের মত।

অ-কারান্ত ক্লীবলিঙ্গ শব্দ
১। ফল

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
১মাফলম্ফলেফলানি
২য়াফলম্ফলেফলানি
৩য়াফলেনফলাভ্যাম্ফলৈঃ
৪র্থীফলায়ফলাভ্যাম্ফলেভ্যঃ
৫মীফলাৎফলাভ্যাম্ফলেভ্যঃ
৬ষ্ঠীফলস্যফলয়োঃফলানাম্
৭মীফলেফলয়োঃফলেষু
সম্বোধনফলফলেফলানি

দ্রষ্টব্য: পাপ, পুণ্য, সুখ, দুঃখ, অন্ন, ছত্র, জ্ঞান, তৃণ, যুদ্ধ, রাষ্ট্র, বন, অরণ্য, ধন, কমল, নয়ন, পুষ্প প্রভৃতি অ-কারান্ত ক্লীবলিঙ্গ শব্দের রূপ ফল শব্দের মত।

২। কমল (পদ্ম)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
১মাকমলম্কমলেকমলানি
২য়াকমলম্কমলেকমলানি
৩য়াকমলেনকমলাভ্যাম্কমলৈঃ
৪র্থীকমলায়কমলাভ্যাম্কমলেভ্যঃ
৫মীকমলাৎকমলাভ্যাম্কমলেভ্যঃ
৬ষ্ঠীকমলস্যকমলয়োঃকমলানাম্
৭মীকমলেকমলয়োঃকমলেষু
সম্বোধনকমলকমলেকমলানি

৩। তৃণ (ঘাস)

বিভক্তিএকবচনদ্বিবচনবহুবচন
১মাতৃণম্তৃণেতৃণানি
২য়াতৃণম্তৃণেতৃণানি
৩য়াতৃণেনতৃণাভ্যাম্তৃণৈঃ
৪র্থীতৃণায়তৃণাভ্যাম্তৃণেভ্যঃ
৫মীতৃণাৎতৃণাভ্যাম্তৃণেভ্যঃ
৬ষ্ঠীতৃণস্যতৃণয়োঃতৃণানাম্
৭মীতৃণেতৃণয়োঃতৃণেষু
সম্বোধনতৃণতৃণেতৃণানি

সংস্কৃতানুবাদ

বাংলা থেকে সংস্কৃতে অনুবাদের জন্য সংস্কৃত শব্দরূপ অত্যন্ত প্রয়োজনীয়। বাংলায় শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত থাকে, সংস্কৃতে অনুবাদ করার সময় শব্দের সঙ্গে সেই বিভক্তিই যোগ করতে হয়। এজন্য সংস্কৃতানুবাদ শিক্ষার পূর্বে বাংলা শব্দবিভক্তির আকৃতি মুখস্থ করা অত্যাবশ্যক। একারণেই নিম্নে বাংলা শব্দবিভক্তির আকৃতি প্রদত্ত হল:

শব্দবিভক্তির প্রয়োগ: বালককে। 'বালক' মূল শব্দ। তার সঙ্গে যুক্ত হয়েছে 'কে'। 'কে' দ্বিতীয়া বিভক্তির একবচনের চিহ্ন। সুতরাং 'বালককে' দ্বিতীয়া বিভক্তির একবচনান্ত পদ। এজন্য সংস্কৃতে অনুবাদের সময় 'বালক' শব্দের দ্বিতীয়া বিভক্তির একবচন প্রয়োগ করতে হবে। 'বালক' শব্দ 'নর' শব্দের মত। 'নর' শব্দের দ্বিতীয়া বিভক্তির একবচন 'নরম্'। সুতরাং 'বালক' শব্দের দ্বিতীয়া বিভক্তির একবচন 'বালকম্'। এভাবে বাংলা শব্দবিভক্তির আকৃতির দিকে লক্ষ্য রেখে সংস্কৃতে অনুবাদ করতে হবে।

অনুবাদের কতিপয় আদর্শ বালকেরা - বালকাঃ। বালকের - বালকস্য। বালক থেকে - বালকাৎ। মুনির দ্বারা - মুনিনা। মুনিগণের - মুনীনাম্। পতিকে - পতিম্। পতির-পত্যুঃ। বন্ধুর দ্বারা-সখ্যা। লতার দ্বারা-লতয়া। লতার লতায়াঃ। কন্যাগণ-কন্যাঃ। দুটি নদী-নদ্যৌ। দেবীর-দেব্যাঃ। ফলগুলি-ফলানি। দুটি পদ্ম-কমলে। তৃণ থেকে- তৃণাৎ।

Content added By

অনুশীলনী

98

১। শুদ্ধ উত্তরটির পাশে টিক (✔) চিহ্ন দাও:

ক) 'মুনি' শব্দের দ্বিতীয়ার বহুবচনের রূপ- মুনিন্ / মুনীন্ / মুনিনা / মুনয়ে।
খ) 'সখি' শব্দের পঞ্চমী বিভক্তির একবচনের রূপ- সখ্যা / সখ্যৈ / সখিনা / সখ্যুঃ।
গ) 'লতা' শব্দের তৃতীয়া বিভক্তির একবচনের রূপ- লতাভিঃ / লতায়ৈ / লতয়া / লতাসু।
ঘ) 'ফল' শব্দের সপ্তমী বিভক্তির বহুবচনের রূপ- ফলানাম্ / ফলেষু/ ফলেন / ফলাৎ।
ঙ) 'পাপ' শব্দের প্রথমা বিভক্তির বহুবচনের রূপ- পাপানি / পাপম্ / পাপানী / পাপিনা।

২। নির্দেশ অনুযায়ী নিচের শব্দগুলির রূপ লেখ:

ক) 'মুনি' শব্দের চতুর্থী বিভক্তির একবচনের রূপ।
খ) 'নরপতি' শব্দের পঞ্চমী বিভক্তির একবচনের রূপ।
গ) 'পতি' শব্দের তৃতীয়া বিভক্তির একবচনের রূপ।
ঘ) 'সখি' শব্দের চতুর্থী বিভক্তির একবচনের রূপ।
ঙ) 'লতা' শব্দের সপ্তমী বিভক্তির বহুবচনের রূপ।
চ) 'প্রভা' শব্দের তৃতীয়া বিভক্তির একবচনের রূপ।
ছ) 'নদী' শব্দের দ্বিতীয়া বিভক্তির বহুবচনের রূপ।
জ) 'ফল' শব্দের ষষ্ঠী বিভক্তির বহুবচনের রূপ।
ঝ) 'পুষ্প' শব্দের প্রথমা বিভক্তির বহুবচনের রূপ।
ঞ) 'তৃণ' শব্দের চতুর্থী বিভক্তির বহুবচনের রূপ।

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

ক) শব্দের সঙ্গে কয়টি বিভক্তি যুক্ত হয়?
খ) শব্দরূপ কাকে বলে?
গ) 'ভূপতি' শব্দের রূপ কোন্ শব্দের মত?
ঘ) 'বিদ্যা' শব্দের রূপ কোন্ শব্দের মত?
ঙ) 'ধী' শব্দের রূপ কোন্ শব্দের মত?
৪। প্রথমা থেকে চতুর্থী বিভক্তি পর্যন্ত নদী শব্দের রূপ লেখ।
৫। সংস্কৃতে অনুবাদ কর :
বালকের।
পতিকে।
দুটি নদী।
মুনিগণের।
লতার।
বালক থেকে।
লতার দ্বারা।
পদ্মগুলি।

৬। বাংলায় অনুবাদ কর:

বালকাৎ।
মুনেঃ।
কমলানি।
নদ্যঃ।
লতাসু।
দেব্যাঃ।
শ্রীঃ।
পত্যুঃ।
দুর্গায়ৈ।
সরস্বত্যাঃ।

৭। 'দুর্গা' শব্দের পূর্ণ রূপ লেখ।
৮। চতুর্থী থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত 'লতা' শব্দের রূপ লেখ।
৯। প্রথমা থেকে তৃতীয়া বিভক্তি পর্যন্ত 'অগ্নি' শব্দের রূপ লেখ।
১০। 'মুনি' শব্দের পূর্ণ রূপ লেখ।
১১। সকল বিভক্তি ও বচনে শব্দবিভক্তির আকৃতি লেখ।

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...