ধানসিড়ি — ঝালকাঠি জেলার একটি নদী। নদীটি এখন মরে গেছে।
শঙ্খচিল — এক ধরনের সাদা চিল।
নবান্ন — নতুন ধানকাটার পর আমাদের দেশে এ উৎসব হয়। এ উৎসবে দুধ, গুড়, নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়।
কার্তিকের নবান্নের দেশে — কবি নিজের জন্মভূমি বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন। নবান্ন অর্থ নতুন ভাত। কার্তিক মাসে ঘরে নতুন ধান তুলে কৃষকেরা নবান্ন উৎসবে মেতে ওঠে।
ঘুঙুর — নূপুর, পায়ের অলংকার।
জলাঙ্গী — কবি এখানে নদীকে জলাঙ্গী (অর্থাৎ জল যার অঙ্গে) নামে অভিহিত করেছেন। নদীমাতৃক বাংলাদেশকে কবি জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলা বলেছেন।
ডাঙা — জলাশয়ের নিকটবর্তী উঁচু স্থান।
সুদর্শন — শকুনি।
লক্ষ্মীপেঁচা — এক ধরনের পেঁচা।
রূপসা – একটি নদীর নাম
ডিঙা — ছোট নৌকা।
নীড়ে — পাখির বাসায়।
ধবল — সাদা।
Read more