শব্দার্থ ও টীকা

অষ্টম শ্রেণি (দাখিল) - সাহিত্য কণিকা (বাংলা) - গদ্য | | NCTB BOOK

ভুবন — পৃথিবী, জগৎ, ভূমণ্ডল।

শিল্পকলা — চিত্রকলা, ভাস্কর্য, নাচ, গান প্রভৃতি এর অন্তর্ভুক্ত।

রস — সাহিত্য পাঠ করে বা ছবি দেখে মনে যে অনুভূতি জাগে।

পুরাকাল —প্রাচীনকাল, অনেক আগেকার সময়।

গুহা-মানুষ — প্রাচীনকালে গুহায় বসবাসকারী মানুষ ।

ভাস্কর্য — পাথর, ধাতু, কাঠ প্রভৃতি দিয়ে বানানো শিল্পকর্ম ।

স্থাপত্য —গৃহ বা ভবন নির্মাণের কাজ, নির্মাণশিল্প ।

প্রাত্যহিক — প্রতিদিনের ।

নকশি কাঁথা — সুঁই-সুতা দিয়ে নকশা করে বানানো কাঁথা ।

গড়ন  আকার, আকৃতি, রূপ

Content added By
Promotion