আসমান — আকাশ ।
জমিন — মাটি, ভূ-পৃষ্ঠ ৷
কজায় — আয়ত্তে, অধিকারে।
মশগুল — মগ্ন, বিভোর
বদ-খেয়াল — খারাপ চিন্তা, খারাপ আচরণ।
দাদ — প্রতিশোধ, প্রতিহিংসা।
কপূর — বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়।
ঋষি — শাস্ত্রজ্ঞ তপস্বী, মুনি, যোগী ।
বানভাসি — বন্যায় ভাসানো, বন্যায় যা বা যাদের ভাসিয়ে আনে।
বন্দোবস্ত — ব্যবস্থা, আয়োজন ।
অনর্থক — ব্যর্থ, নিষ্ফল, অকারণ ।
কুম্ভকৰ্ণ — রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম। সে একনাগাড়ে ছয় মাস ঘুমাতো। এখানে যে খুব ঘুমায় বা সহজে যাকে জাগানো যায় না।
হুজুগ — সাময়িক আন্দোলন, জনরব, গুজব।
সঙ্কল্প — প্রতিজ্ঞা, শপথ ।
স্পিরিট — ইংরেজি Spirit শব্দটির অর্থ উদ্দীপনা, উৎসাহ, শক্তি। এ প্রবন্ধে ‘আত্মার শক্তির পবিত্রতা অর্থে স্পিরিট শব্দটি ব্যবহৃত হয়েছে।
কল্যকার — পূর্ব বা পরবর্তী দিন। এখানে পূর্বের দিন অর্থে।
লা-পরওয়া — গ্রাহ্য না করা।
দস্তুরমতো — রীতিমতো, যথেষ্ট, নিতান্ত ।
সুবর্ণ — সোনা, স্বর্ণ ।
পুয়াল — খড় ।
দশচক্রে ভগবান ভূত — দশজনের চক্রান্তে সাধুও অসাধু প্রতিপন্ন হতে পারে, বহুলোকের ষড়যন্ত্রে অসম্ভবও সম্ভব হয়।
কাণ্ডাকাণ্ড — ন্যায়-অন্যায়, ভালোমন্দ ।
উদ্মো ষাঁড় — বন্ধনমুক্ত ষাঁড়।
প্ররোচনা — উসকানি, উত্তেজনা সৃষ্টি ।
Read more