প্ৰকাণ্ড — অত্যন্ত বৃহৎ, অতিশয় বড়।
ব্ৰিত — ব্যতিব্যস্ত, বিপন্ন, বিচলিত।
উদ্ভ্রান্ত — বিহ্বল, দিশেহারা, হতজ্ঞান ৷
খাপছাড়া — বেমানান, উদ্ভট, অসংলগ্ন, এলোমেলো।
শ্রাদ্ধ — মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য শ্রদ্ধা নিবেদনের হিন্দু আচার বা শাস্ত্রীয় অনুষ্ঠান ।
উইল —শেষ ইচ্ছেপত্র । মৃত্যুর পরে সম্পত্তি বণ্টন বিষয়ে মালিকের ইচ্ছানুসারে প্রস্তুত ব্যবস্থাপত্র বা দানপত্র, যা তার মৃত্যুর পরে বলবৎ হয়।
প্রেতাত্মা — মৃতের আত্মা, ভূত ।
অনুতাপ — আফসোস, কৃতকর্ম বা আচরণের জন্য অনুশোচনা, পরিতাপ
তৈলচিত্র — তেলরঙে আঁকা ছবি।
প্ৰণাম — হাত ও মাথা দ্বারা গুরুজনের চরণ স্পর্শ করে অভিবাদন।
আত্মগ্লানি — নিজের ওপর ক্ষোভ ও ধিক্কার, অনুতাপ, অনুশোচনা ।
বিস্ফারিত — বিস্তারিত, প্রসারিত।
কস্মিনকালে — কোনো কালে বা কোনো কালেই।
ছলনা —কপটতা, শঠতা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকা ।
হৃৎকম্প — হৃৎপিণ্ডের স্পন্দন, বুকের কাঁপুনি ।
মটকা — রেশমের মোটা কাপড় ।
ভর্ৎসনা — তিরস্কার, ধমক, নিন্দা ।
ইতস্তত —দ্বিধা, সংকোচ, গড়িমসি ।
অশরীরী —দেহহীন, শরীরহীন, নিরাকার ।
Read more