শিট মেটাল ভাঁজ ও জোড় (Seam & Joint of Sheet Metal)

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

ধাতব পাত বা মেটাল শিট দিয়ে কোনো বস্ত্র তৈরি করতে হলে শিট মেটালের উপর বিভিন্ন প্রকার ভাঁজ দেওয়া, কাটা, বাঁকানো বা ফাঁপা করা ইত্যাদি কাজ করার প্রয়োজন হয়। এ সব কাজ বা অপারেশনকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়। নিচে এ সব বিভিন্ন প্রকার কাজের বর্ণনা দেয়া হলো। শিট মেটাল অপারেশনের শ্রেণি বিভাগ শিট মেটালের যারা বিভিন্ন রকম কাজ করা হয়ে থাকে। মেটাল শিট দিয়ে বিভিন্ন ধরনের গোলাকার, আয়তাকার বা ফাঁপা বস্তু তৈরি করা যায়। এ সব বস্তু তৈরি করতে শিট মেটালের বিভিন্ন ধরনের কাজ করতে হয়। 
এ সব কাজের প্রকারভেদ ও নাম নিম্নে উল্লেখ করা হলো : 
১) শিয়ারিং (Shearing) 
2) ৰেডিং (Bending) 
৩) লোরিং (Hollwing) 
৪) রেইজিং ( Raising)
৫) সিংকিং (Sinking) 
৬) চেজিং (Chasing) 
৭) প্ল্যানিশিং (Planishing)

পিট মেটাল জোড়ার প্রকারভেদ (Clasiification Sheet Metal Joint) 
উল্লেখিত বিভিন্ন অপারেশন ছাড়াও শিট মেটাল বিভিন্ন প্রকার ভাঁজ দিয়ে বিভিন্ন রকম জোড়া দেওয়ার প্রয়োজন হয়। কাজের ধরণ বুঝে এ সব ভাঁজ ও জোড়া দেওয়া হয়। 
এ ধরনের কাজে ব্যবহৃত কিছু জোড়ার নাম নিচে উল্লেখ করা হলো। 
১) ল্যাপ জয়েন্ট (Lap Joint) 
২) কাউন্টার সিংক ল্যাপ জয়েন্ট (Counter Sink Lap Joint) 
৩) আউট সাইড ল্যাপ জয়েন্ট (Out Side Lap Joint) 
৪) ফ্ল্যাট লক লরেন্ট (Flat Lock Joint) 
৫) গ্রুফড লক জয়েন্ট (Grooved Lock Joint)

Content added By
Promotion