সলিড এডিটিং (Solid Editing)
সলিড এডিটিং মোডিফাই মেনুর অংশ। রুট মেনুর Modify Solid Editing গেলে সলিড এডিটিং-এর - বিভিন্ন অপশন পাওয়া যাবে। দুই বা ততোধিক সলিডকে জোড়া দেয়া, বিয়োজন করা, এক সলিড অন্য সলিডের ভিতর ঢুকে থাকলে উভয় সলিডের ছেদিত অংশের প্রয়োজনে সলিড এডিটিং-এর Union, Subtraction এবং Interaction কমান্ড ব্যবহার করা হয়। তাছাড়া, সলিড এডিটিং-এর অন্যান্য অপশন কাজে লাগিয়ে সলিড বস্তুর এক্সট্রুড, মুভ, অপসেট, ডিলেট, রোটেট, ট্যাপার, কালার বা কপিও করা যায়। সলিড এডিটিং-এর সকল অপশনের একটি তালিকা নিচে দেয়া হলো-
সলিড মডেলিং এবং এডিটিং
কমান্ড = Solidedit
(১) Solidedit লিখে এন্টার করলে নির্দেশ আসবে-
Enter a solid editing option [Face / Edge / Body / Undo / Exit ]
[Extrude / Move / Offset/ Taper/Delete / Copy/Color / Undo/Exit]
Enter a solid editing option [Face / Edge / Body / Undo/Exit ]
[Imprint/Separate/Shell/Clean/Check/Undo/Exit
উপরের যে কোনো অপশন নিয়ে কাজ করা যাবে।
(৩) আবার এন্টার করলে নির্দেশনা আসবে-
Enter solid editing option [Face / Edge / Body / Undo / Exit ]
Enter an edge option [ Copy / Color / Undo/Exit]
আরও দেখুন...