সলিড মডেল তৈরি করা

এসএসসি(ভোকেশনাল) - মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | | NCTB BOOK
2

সলিড মডেল তৈরি করা (Solid Model Making)

সলিড মডেল তৈরির দুইটি পদ্ধতি আছে। যথা- 

1. Boundary Representation বা সংক্ষেপে (B-Rep) পদ্ধতি এবং 

2. Constructive Solid Geometry বা সংক্ষেপে (CSG) পদ্ধতি।

B-Rep পদ্ধতিতে মডেল তৈরির জন্য তল, বিন্দু এবং বক্ররেখা ব্যবহার করে মডেলের বাউন্ডারি গঠন করা হয়।

অপরদিকে, CGS পদ্ধতিতে পূর্বের অঙ্কিত সলিডকে জোড়া লাগিয়ে (Union), অথবা বাদ (Subtract) দিয়ে মডেল তৈরি করা যায়।

 

Content added By
Promotion