সেচ পাম্প

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

যে পাম্পের সাহায্যে মাটির নিচ থেকে অথবা নদ-নদী, খাল-বিল থেকে পানি উত্তোলন করে কৃষিজমিতে সেচ প্রদান করা হয়ে থাকে তাকে সেচ পাম্প বলা হয়। পাম্প হচ্ছে নলকূপের একটা অংশ। পাম্পের নিজস্ব কোনো শক্তি নেই । পাম্পকে ইঞ্জিন অথবা মোটরের সাহায্যে চালানো হয়ে থাকে। তবে, কিছু পাম্প আছে যা মানুষের কায়িক শ্রমের দ্বারা অর্থাৎ হাত বা পা দ্বারা চালানো হয়ে থাকে। যেমন- হস্তচালিত পাম্প, ট্রেডল পাম্প, রোয়ার পাম্প ইত্যাদি ।

Content added By

সেচ পাম্পের কাজ ও প্রকারভেদ (Types of Pumps and Work)

পাম্পের কাজ: 
আমাদের দেশে কৃষিকাজে পাম্পের সাহায্যে ফসলের জমিতে সেচ প্রদান করা হয়ে থাকে। এ ছাড়া শহরে বাসা বাড়ি, অফিস আদালত, কল-কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, প্রায় সর্বত্রই পানীয় জল এবং পয়ঃ নিষ্কাষণ কাজে পানি সরবরাহের প্রয়োজন পড়ে। এ পানি প্রধানত পাম্পের সাহায্যে উত্তোলন করা হয়। তাই পাম্পের প্রধান কাজ হচ্ছে মাটির নিচ থেকে অথবা নদ-নদী, খাল-বিল থেকে পানি উত্তোলন করে নির্দিষ্ট স্থানে সরবরাহ করা। একটা পাম্পের ক্ষমতা নির্ধারিত হয় পাম্পটি প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি উত্তোলন করতে পারে তার ওপর। পাম্পের কাজ করার এই ক্ষমতার একক হচ্ছে কিউসেক (Cusec ) বা ঘনফুট / সেকেন্ড ।

পাম্পের প্রকারভেদ (Types of Pump) 
কৃষিজমিতে সেচ প্রদান ও গৃহকাজে পানি সরবরাহের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার পাম্প ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের কিছু পাম্পের নাম নিচে উল্লেখ করা হলো : 
ক) রেসিপ্রোকেটিং পাম্প (Reciprocating Pump) 
খ) সেন্ট্রিফিউগাল পাম্প (Centrifugal Pump) 

সেন্ট্রিফিউগাল পাম্প কয়েক প্রকার, যেমন- 
১। জেট পাম্প বা স্যে প্রাইমিং পাম্প (Jet pump/Self-Priming Pump) 
২। রোটারি পাম্প (Rotary Pump) ৩। টারবাইন পাম্প (Turbine Pump)

Content added By

সেন্ট্রিফিউগাল পাম্পের পরিচিতি ও ইহার বিভিন্ন অংশ (Introduction to Centrifugal Pump and its Different Parts)

সেন্ট্রিফিউগাল পাম্প (Centrifugal Pump) 
যে পাম্পের মধ্যে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিগ বল সৃষ্টি করে পানি উত্তোলন করা হয় তাকে সেন্ট্রিফিউগাল পাম্প বলে । কৃষি জমিতে সেচের কাজে সেন্ট্রিফিউগাল পাম্প সবচেয়ে বেশি ব্যবহৃত হয় । 

সেন্ট্রিফিউগ্যাল পাম্পের বিভিন্ন অংশ (Parts of Centrifugal Pump) 
সেন্ট্রিফিউগাল পাম্প বিভিন্ন যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত। যে সব যন্ত্রাংশের সমন্বয়ে সেন্ট্রিফিউগাল পাম্প গঠিত তাদের নাম নিচে উল্লেখ করা হলো :

ক) ফেসিং বা ভলিউট ফেসিং (Volute Casing) 
খ) ইস্পেনার (Impeller) 
গ) ভেইন (Vane) 
ঘ) শ্যাফট (Shaft) 
ঙ) গ্র্যান্ড প্যাকিং (Gland Packing) 
চ) বিয়ারিং (Bearing) ) 
ছ) সাকশন সাইড (Suction side) 
জ) ডেলিভারি সাইড (Delivery Side)
ঝ) পেডেস্টাল (Pedestal)

Content added By

প্রক্রিয়াগ- ফ্লো পাম্পের পরিচিতি ও ইচ্ছার বিভিন্ন অং (Introduction to Axial Flow Purp Pump and its Different Parts)

জিয়া ফ্লো পাম্পের পরিচিতি : সেচ কাজে ও পানি নিষ্কাশনে প্রচলিত সেন্ট্রিফিউগাল পাম্পের ফিল্ম হিসাবে পানি এবং অধিক পানি উত্তোলনে সক্ষম নতুন ধরনের পাম্প যা া কো পাে পরিচিত। এ পাম্প দেখতে পাইপের মতো, কৃষি জমিতে সেচ এ মামারে পানি সরবরাহের জন্য এটি একটি জনপ্রিয় পাশ। তিন মিটার বা প্রায় দশ ফুট নিচ থেকে এই পম্পের সাহায্যে পানি উত্তোলন করা যায় । বর্তমানে এই পাশ আমাদের দেশে কৃষিক্ষেত্রে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের বরিশাল ও খুলনা বিভাগে এই গাম্প বেশি ব্যবহৃত হচ্ছে।

এই পাম্পের প্রাইম মুভার (ইঞ্জিন বা মোটর) ভূ-পৃষ্ঠ থেকে গাম্প শ্যাফটের মাধ্যমে ভূ-গর্ভস্থ পানির স্তর বা লেভেল এ অবস্থিত ইম্পেলার কে ঘুরিয়ে বা পরিচালিত করে পাইপ এর মাধ্যমে পানি ডিসচার্জ বা ডেলিভারি করে কৃষি ক্ষেত্রে সেচ কাজে ব্যবহার করা হয়। এ পাম্প দিয়ে পানি উত্তোলনে হেড লস কম হয়। এই চালনার জন্য প্রাইম মুভার হিসাবে সরাসরি পাওয়ার টিলার বা ট্রাক্টরের ইঞ্জিন ব্যবহার করা যায়। পাম্প সরাসরি পানিে শি থাকে বলে সাকশন হেড লস হয় না চেনে, তাই অন্যান্য পাম্পের তুলনায় এক্সিয়াল - ফ্রো পাম্প তুলনামূলক ভাবে বেশি পানি উত্তোলন করতে পারে এবং বেশি জনপ্রিয়।

এক্সিরাল- ক্লো পাম্পের সুবিধা (Advantage of Axial Flow pump ): 

১. এই পাম্প সেন্ট্রিফিউগাল পাম্পের নীতিতেই কাজ করে তবে পার্থক্য হলো সেন্ট্রিফিউগাল পাম্প যেমন, চালু করার আগে প্রাইসিং বা পানি দ্বারা পাম্প ভর্তি করতে হয়, কিন্তু এরিয়ান ফ্রো পাম্প চালু করার আগে প্রাইসিং বা পানি দ্বারা পাম্প ভর্তি করতে হয় না। 
২. অন্যান্য পাম্পের তুলনায় জ্বালানী খরচ প্রায় ৫০ ভাগ কম । 
৩. এই পাম্পের হেড লস নাই বল্লেই চলে। 
৪. এরিয়ান ড্রো পাম্প চালানোর জন্য ১০ থেকে ১৬ হর্স পাওয়ারের ইঞ্জিন হলেই চলে। 
৫. অন্যান্য পাম্পের তুলনায় এই পাম্পের পানি উত্তোলন ক্ষমতা ৫০ থেকে ৭০ ভাগ বেশি। 
৬. এই পাম্প হালকা তাই সহজেই বহনযোগ্য। 
৭. এই পাম্প সহজে স্থাপন করা যায় । 
৮. এই গাম্পের রক্ষণাবেক্ষণ খরচ খুবই কম ।

Content added || updated By

এলএলপি বা লো-লিট পাম্পের পরিচিতি ও ইহার বিভিন্ন অংশ (Introduction to Different Parts of LLP or Low Lift Pump)

এলএলপি পাম্প অথবা লো-লিফ্ট পাম্প ভূ-পৃষ্ঠস্থ পানির টকা যেমন- নদ-নদী, খাল-বিল ইত্যাদি হতে এ লো লিফ্ট পাম্প দ্বারা পানি উত্তোলন করা হয় এবং পানির লেবেল যেখানে কম সেখানে পানি উত্তনের জন্য এই পাম্প ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কম উচ্চতায় বা কাছাকাছি দূরত্বে পানি সরবরাহ করতে এলএলপি পাম্পের ব্যবহার সবচেয়ে বেশি । বিশেষ করে কৃষি কাজে ফসলের জমিতে সেচ দেওয়ার জন্য অল্প গভীরতা থেকে পানি 

এই পাম্প দ্বারা উত্তোলন করা হয়। ছোট কৃষি কাজে ছোট ছোট জমিতে অল্প সেচ প্রদানের কাজে লো- লিফট পাম্পের ব্যবহার সবচেয়ে বেশি। তাই সেচের ক্ষেত্রে এই পাম্প কৃষকের কাছে সব চেয়ে বেশি জনপ্রিয় ।

লো-লিফট পাম্পের বিভিন্ন অংশ :
ক) বাকেট 
খ) ডায়াফ্রাম 
গ) পিস্টন 
ঘ) প্লাজ্ঞার
ঙ) চেক ভাল্ব

Content added || updated By

সাব মার্জিবল পাম্পের পরিচিতি ও ইহার বিভিন্ন অংশ (Introduction to Submersible pump)

সাব মার্জিবল পাম্পের পরিচিতি (Introduction of Submersible pump):

যে পাম্প পানির নিচে নিমজ্জিত অবস্থায় থেকে পানি উত্তোলন করার কাজ করে অর্থাৎ কোনো তরল পদার্থকে অপেক্ষাকৃত উঁচু স্থানে বা উচ্চ চাপের স্থানে উত্তোলন করা হয় তাকে সামাজিকল পাম্প বলে। এ পাম্প গভীর নলকুপ হতে পানি তোলার কাজে ব্যবহৃত হয়। সাবমার্জিবল পাম্পে মোটর ও পাম্প পানির। নিচে নিমজ্জিত অবস্থায় থেকে পানি উত্তোলন করার কাজ করে। সাবমার্জিবল পাম্পের বিভিন্ন অংশ রয়েছে। তার মধ্যে প্রধান দুটি অংশ হচ্ছে-
ক) পাম্প (Pump) 
খ) মোটর (Motor)

এ ছাড়া অন্যান্য অংশগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো ।
১) স্ট্রেইনার (Strainer ) 
২) ইম্পেলার (Impeller) 
৩) চেক ভাব বা নন রিটার্ন ভাব (Non Return Valve)
৪) বৈদ্যুতিক তার বা ক্যাবল (Electric Cable)

Content added By

রেসিপ্রোকেটিং পাম্পের পরিচিতি ও ইহার বিভিন্ন অংশ (Introduction and Different Parts of Reciprocating Pump)

গ্রামাঞ্চলে পানীয় জলের জন্য যে হস্তচালিত নলকূপ বা হ্যান্ড টিউব ওয়েল ব্যবহার করা হয়, তা এক প্রকার রেসিপ্রোকেটিং পাম্প ছোট কৃষিজমিতে অল্প সেচ প্রদানের কাজে রেসিপ্রোকেটিং পাম্প ব্যবহার করা হয়। গ্রামাঞ্চলে এই পাম্প প্রায় সকল বাড়িতে ব্যবহৃত হচ্ছে। একে হ্যান্ড পাম্পও বলা হয়। হস্তচালিত নলকূপ নিম্নোক্ত যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত :

• হাতল (হ্যান্ডেল) 
• হেডকভার বোল্ট এন্ড নাট 
• প্লাজার রড/কানেক্টিং রঙ 
• পিডট বোল্ট এন্ড নাট 
• পিস্টন (বাকেটসহ) 
• হেড কভার 
• পিস্টন ভাল 
• চেক ডাব (লেদার ভাল্ব) 
• ব্যারেল নির্গমন মুখ 
• পাম্প বেস 
• নোজ বোল্ট এন্ড নাট

Content added By

টারবাইন পাম্পের পরিচিতি ও এর বিভিন্ন অংশ (Introduction to Pump and its Different Parts of turbine Pump)

কৃষিকাজে জমিতে সেচ প্রদান, আবাসিক এবং শিল্প কারখানার কাজে পানি সরবরাহের জন্য সাধারণভাবে টারবাইন পাম্প ব্যবহার করা হয়। টারবাইন পাম্প প্রধানত দুই প্রকার। যথা-
• ডীপ ওয়েল টারবাইন পাম্প 
• সাবমার্সিবল পাম্প

টারবাইন পাম্পের বিভিন্ন অংশ (Different Parts turbine Pump): 
ডিপ ওয়েল টারবাইন পাম্প সাধারনত গভীর নলকূপে ব্যবহৃত হয়। এই পাম্প নিম্নোক্ত প্রধান তিনটি অংশ নিয়ে গঠিত।

ক) বাউল অ্যাসেমব্লি বা মূল পাম্প 
খ) কলাম অ্যাসেমরি 
গ) নির্গমন অংশ

নিচে টারবাইন পাম্পের এ সকল অংশের পরিচয় প্রদান করা হলো ।
ক) বাউল অ্যাসেমরি (Bowl Assembly) 
বাউল অ্যাসেমরি বা মূল পাম্প তিনটি অংশের সমন্বয়ে গঠিত।

এই অংশ গুলো হচেছ- 
১. সাকশন পিস বা সাকশন সাইড 
২. বাউল অ্যাসেমরি 
৩. ডিসচার্জ পিস

সাকশন পিস (Suction Plece ) 
নিম্নোক্ত অংশ গুলোর সমন্বয়ে সাকশন পিস গঠিত : 
(ক) সাকশন পাইপ 
(খ) প্রাগ 
(গ) বিয়ারিং পিস 
(খ) স্যান্ড গার্ড

নিম্নোক্ত অংশ গুলোর সমন্বয়ে বাউল অ্যাসেমরি গঠিত : 
(১) বাউল / কেসিং 
(২) ইম্পেলার 
(৩) ৰাউল পিস 
(৪) উইয়ারিং রিং 
(৫) রাবার বুশ 
(৬) ক্ল্যাম্পিং স্লিভ

ডিসচার্জ পিস নিম্নোক্ত অংশগুলোর সমন্বয়ে গঠিত 
(১) ডিসচার্জ পাইপ / কেজিং 
(২) ডিসচার্জ কেস ক্যাপ 
(৩) বিয়ারিং শিশু 
(৪) স্যান্ড গার্ড

Content added By

পাম্পের প্রাইমিং পদ্ধতি (Priming of Pump

আগেই বলা হয়েছ, সেন্ট্রিফিউগ্যাল পাম্পের মূল কার্য পদ্ধতি হচ্ছে নিম্নচাপ বা ঋণাত্মক চাপ (Negative Pressure) এর মাধ্যমে পানিকে টেনে উত্তোলন করা। অন্যভাবে বলা যায়, এ পদ্ধতিতে পানিকে চোষণ বা সাকশন (Suction) এর মাধ্যমে উত্তোলন করা হয়। এ জন্য পানির স্থিতিশীল স্তর ও পাম্পের মাঝে কোনো বায়ু শূন্যতার সৃষ্টি হলে পানি উত্তোলন করা সম্ভব নয়। তাই সেন্ট্রিফিউগ্যাল পাম্পের পানি উত্তোলনের পূর্ব শর্ত হচ্ছে ভলিউট কেসিং এবং সাকশন পাইপ পানি দ্বারা ভর্তি থাকতে হবে। অন্যথায় পানি উত্তোলন করা সম্ভব হবে না। কারণ, সাকশন পাইপে বা সাকশন সাইডে বাতাস ঢুকে পানি গুণ্যতার সৃষ্টি হলে অথবা কোথাও লিক থাকলে নিম্নচাপ বা ঋণাত্মক চাপ কার্যকরী হবে না এবং পাম্পে পানি উঠবে না। এ জন্য পাম্প চালু করার আগে পাম্পের ডব্লিউট কেসিংসহ সাকশন পাইপ পানি দ্বারা ভর্তি করে রাখা, যাতে সেন্ট্রিফিউগ্যাল ফোর্সের মাধ্যমে নিম্নচাপ বা ঋণাত্মক চাপ কার্যকরী হয়। এভাবে পাম্প চালু করার আগে পাম্পের ভলিউট কেসিংসহ সাকশন পাইপ পানি দ্বারা ভর্তি করে রাখাকেই প্রাইমিং। (Priming) বলা হয় ।

জেট পাম্প বা সেক্ষ প্রাইমিং পাম্পের কার্য প্রণালি (Working Principle of Jet Pump / Self- Priming Pump):

প্রাইমিং হচেছ পাম্প কেসিং ও সাকশন পাইপ পানি দিয়ে এমনভাবে পূর্ণ করা যাতে পাম্প, ডলিউট চেম্বার ও সাকশন লাইনে কোনো বাতাস না থাকে। পাম্প চালু করার আগে সাধারণত পাম্পে পানি ঢেলে পূর্ণ করে প্রাইমিং করতে হয়। কিন্তু কিছু কিছু পাম্পে এমন ব্যবস্থা থাকে যাতে প্রতিবার চালু করার আগে এভাবে প্রাইমিং করার দরকার হয় না। এ ধরণের পাম্পে স্বয়ংক্রিয় প্রাইমিং ব্যবস্থা থাকে। এ ধরনের পাম্পকে সেফ প্রাইমিং পাম্প বলে। জেট পাম্পে সেলফ-প্রাইমিং ব্যবস্থা থাকে বলে আমাদের দেশে গৃহকাজে ব্যবহৃত বহুতল ভবনে পানি উত্তলনের জন্য সাধারণত এই পাম্প ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের পাম্পে সেলফ-প্রাইমিং-এর জন্য পাম্প কেসিং- এর সাথে অতিরিক্ত প্রাইমিং কেস বা চেম্বার থাকে। এই চেম্বারে পানি ঢেলে পূর্ণ করার জন্য একটা ইনলেট থাকে । পানি দিয়ে পূর্ণ করার পর এই ইনলেট ঢাকনি বা পাগ দিয়ে বন্ধ করে রাখতে হয়। পাশের চিত্রে সেল্‌ফ প্রাইমিং পাম্পের গঠন দেখানো হলো। কৃষি ক্ষেত্রে সেচ কাজে ব্যবহৃত শক্তি চালিত পাম্পের সাকশন পাইপের শেষ প্রান্তে ফুট ভালভ ব্যবহার করে সেলফ প্রইমিং-এর ব্যবস্থা করা হয়। সেল্‌ফ প্রাইমিং-এর জন্য সাকশন লাইনে একটা চেকভালভ থাকা জরুরী। প্রাইমিং পোর্ট দিয়ে পানি ঢেলে পূর্ণ করে ইনলেট পোর্ট বন্ধ করার পর যখন পাম্প চালু করা হয়, তখন ইম্পেলার ঘূর্ণনের ফলে পানি ইম্পেলার আই দিয়ে প্রবেশ করে ডেলিভারি পাইপ দিয়ে বের হয়ে যায়। এ সময় সাকশন লাইনে নিম্নচাপের সৃষ্টি হওয়ায় চেকভালভ খুলে সাকশন পাইপ দিয়ে পানি পাম্পে প্রবেশ করতে থাকে। এভাবে অনবরত পানি প্রবাহ বজায় থাকে। পাম্প যখন বন্ধ করা হয় তখন, চেক ভাব বন্ধ হয়ে যায় এবং পাম্পের ভিতরের পানি সাকশন পাইপ দিয়ে পিছন দিকে নেমে যেতে পারে না। ফলে পাম্প কেসিং, সাকশন লাইন এবং ডেলিভারি পাইপের মুখ পর্যন্ত পানি ভর্তি থাকে। ফলে পরবর্তী সময় পাম্প চালু করার আগে আর পাম্প প্রাইমিং করার দরকার হয় না। অগভীর নলকুপে প্রাইমিং করার জন্য পাম্প সংলগ্ন ডেলিভারি লাইনে হস্তচালিত চাপকল সংযুক্ত থাকে। এই পাম্প চেপে পাম্প পানি ভর্তি করে প্রাইমিং করা হয়।

Content added By

প্রশ্নমালা-১১

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১. সেচ প্যাম্প কী ? 
২. এল এল পি পাম্প কী ? 
৩. সেন্ট্রিফিউগাল কী । 
৪. এক্সিয়াল ফ্লো পাম্পের কী ? 
৫. এক্সিয়াল ফ্লো পাম্পে বাংলাদেশের কোনো অঞ্চলে বেশি ব্যবহৃত হয় ? 
৬. রেসিপ্রোকেটিং পাম্প কাকে বলে ? 
৭. টারাইন পাম্প প্রধানত কত প্রকার ও কীকী ? 
৮. টারাইন পাম্পের প্রধান অংশ কয়টি ও কী কী ? 
৯. প্রাইমিং কী ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. সেচ প্যাম্প কাকে বলে ? 
২. সেচ প্যাম্প কত প্রকার ও কি কি ? 
৩. সেন্ট্রিফিউগাল পাম্পের অংশসমূহের নাম উল্লেখ কর। 
৪. এক্সিয়াল ফ্রো পাম্পের পরিচিতি উল্লেখ কর । 
৫. এক্সিয়াল ফ্রো পাম্পের বিভিন্ন অংশের নাম লিখ । 
৬. এলএলপি পাম্প এর ইহার বিভিন্ন অংশের নাম লিখ ? 
৭. এলএলপি পাম্প সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও ? 
৮. সাবমার্জিয়ল পাম্প কাকে বলে ? 
৯. সামাজিয়ল পাম্পের যন্ত্রাংশসমূহের নাম উল্লেখ কর । 
১০. রেসিপ্রোকেটিং পাম্পের ব্যবহার ও অংশসমূহের নাম লিখ । 
১১. টারাইন পাম্পের প্রধান প্রধান অংশের অংশসমূহের নাম উল্লেখ কর ? 
১২. পাম্পের গঠন প্রণালী উল্লেখ কর । 
১৩. প্রাইমিং বলতে কী বোঝায় ? 

রচনামূলক প্রশ্ন 

১. এক্সিয়াল ফ্লো পাম্পের সুবিধা সমূহ উল্লেখ কর ? 
২. সাবমার্জিয়ল পাম্পের পঠন প্রনালি বর্ণনা কর ? 
৩. বিভিন্ন প্রকার পাম্প প্রাইমিং পদ্ধতি বর্ণনা কর।

Content added By
Promotion