সেন্ট্রিফিউগাল ফোর্স শব্দের অর্থ হচেছ কেন্দ্র বিমুখী বা কেন্দ্রাতিগ শক্তি। এক কথায়, কেন্দ্র হতে বহির্গামী বল না শক্তিকে সেন্ট্রিফিউগাল ফোর্স বলা হয়। বিষয়টিকে আরো একটু ভালোভাবে বুঝানো যেতে পারে।
কোনো একটা বস্তুকে যদি একটা নির্দিষ্ট কেন্দ্র বিন্দুর সাথে সংযুক্ত রেখে এর চারদিকে বৃত্তাকারে ঘুরানো হয়, তাহলে সব সময় এর কেন্দ্র হতে বিচিছন্ন হয়ে বৃত্তের বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। কেন্দ্র হচ্চে বাইরে যাওয়ার এই প্রবণতা, অর্থাৎ বল বা শক্তিকে কেন্দ্ৰবিমুখী বল বা সেন্ট্রিফিউগাল কোর্স বলা হয়। বস্ত্রটির ঘূর্ণন গতি যত বেশি হবে এই বলের পরিমাণও তত বেশি হবে। পাশের চিত্রে এই সেন্ট্রিফিউগাল ফোর্স বুঝানোর চেষ্টা করা হয়েছে।
Read more