সোল্ডার, সোল্ডারিং ও ফ্লাক্স

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | | NCTB BOOK

ক) সোচ্চার বা কিলার ম্যাটেরিয়াল
সোচ্চারিং কাজে সাধারণত লেড বা সীসা ও টিন এবং এদের সংকর ধাতু বা অ্যালয় সোন্ডার বা ফিলার ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়। এ ধরনের সোচ্চার বা ফিলার ম্যাটেরিয়াল রেডিও, ট্রানজিস্টার, টেলিভিশন এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশের সার্কিটে সোল্ডারিং কাজে ব্যবহার করা হয়। হার্ড সোল্ডারিং এর ক্ষেত্রে সোফার বা ফিলার ম্যাটেরিয়াল হিসেবে কপার, সিলভার, টিন, লেড এবং তাদের সংকর ধাতু বা অ্যালর সোল্ডারিং ক ব্যবহার করা হয়। 

খ) সোল্ডারিং আয়রন সোল্ডারিং-এর সময় যে যন্ত্র প্রচন্ড উত্তাপে গরম করে ধাতু বা সোল্ডার পলানোর কাজে ব্যবহৃত হয় তাকে সোল্ডারিং আয়রন বলা হয়। সোল্ডারিং কাজে সাধারণত কপারের তৈরি পোষ্টারিং আয়রন ব্যবহার করা হয়। এটা সাধারণত ছোট ছোট সংযোগ ও যন্ত্রাংশ বা বৈদ্যুতিক তার জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত হয়। সোল্ডারিং আরবদের আকার সাধারণত কাজের উপর নির্ভর করে বিভিন্ন রকম হয়ে থাকে। এটা লম্বা ধাতব দণ্ড আকৃতির, যার এক মাথার ধরার জন্য কাঠের বা প্লাস্টিকের হাতল থাকে এবং অন্য মাথায় সোল্ডারিং বিট সংযুক্ত থাকে। ইলেকট্রিক সোল্ডারিং আয়রন বৈদ্যুতিক কারেন্টের সাহায্যে উত্তপ্ত করা হয়। বিটের মাথা সাধারণত সরু বা চ্যাপ্টা আকৃতির হয়ে থাকে। সোল্ডারিং-এর সময় সরু মাথা দিয়ে সোল্ডার বা কিপার ম্যাটেরিয়াল পলিয়ে ধাতুর জোড়া লাগানো হয়ে থাকে।

গ) ফ্লাক্স (Flax)
ফ্লাক্স হচ্ছে এক প্রকার রাসায়নিক পদার্থ বা সোল্ডারিং-এর সময় ধাতব সারফেসে ডি-অক্সিডাই ি(De- Oxydising) এর কাজ করে। এর ফলে গলিত ধাতুতে প্লাগ জমতে পারে না এবং সোল্ডারিং মসৃণ ও সুন্দর হয়। সোল্ডারিং-এর ক্ষেত্রে জিকে ক্লোরাইড ফ্লাক্স হিসেবে ব্যবহার করা যায়। তবে সাধারণ বৈদ্যুতিক কাজে রেজিনকে ফ্লাক্স হিসেবে ব্যবহার করা হয় ।

Content added || updated By
Promotion