পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখেছি প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে ৪ মিনিট। আমরা জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এজন্যই পূর্ব দিকের স্থানগুলোতে আগে দিন হচ্ছে এবং পশ্চিম নিকের স্থানগুলোতে পরে নিন হচ্ছে। এতে আমরা বুঝতে পারি আমাদের বাংলাদেশ থেকে যেসব দেশ পূর্ব দিকে অবস্থিত সেসব দেশে আগে সকাল হবে এবং আমাদের পশ্চিম দিকের দেশগুলোতে পরে সকাল হবে।
আমরা জানি, প্রতি ডিগ্রি দূরত্বের জন্য সময়ের ব্যবধান হচ্ছে ৪ মিনিট। এই প্রতিটি ডিগ্রিকে ৬০ মিনিটে ভাগ করা হয় এবং প্রতি ১ মিনিট দূরত্বের জন্য ৪ সেকেন্ড সময়ের পার্থক্য হয়। এখানে একটি বিষয় লক্ষ করতে হবে দূরত্বের ব্যবধানের মিনিটকে অনেকে সময়ের মিনিট হিসেবে ধরে ভুল করে। আসলে দূরত্বের মিনিট হচ্ছে প্রতি ১ ডিগ্রিকে ৬০ মিনিটে ভাগ করা হয়। এই দূরত্বের ৬০ মিনিটের প্রতি মিনিটের জন্য সময়ের ৪ সেকেন্ড লাগে। এভাবে দূরত্বের ব্যবধানের ৬০ মিনিটের জন্য লাগে ৬০x৪ = ২৪০ সেকেন্ড অর্থাৎ ৪ মিনিট সময় ।
স্থানভেদে সময়ের পার্থক্য ভালোভাবে বুঝতে হলে কিছু গাণিতিক সমাধান করতে হবে।
উদাহরণ ১ঃ ঢাকা থেকে পূর্বে অবস্থিত একটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ৫০৩০'। ঢাকায় যখন ভোর ৬টা তখন সেই স্থানের স্থানীয় সময় কত?
সমাধানঃ
ঢাকা থেকে স্থানটির ব্যবধান ৫০৩০'
(৫০x৪) মিনিট + (৩০x৪) সেকেন্ড (পূর্ব দ্রাঘিমায় এই ব্যবধানের জন্য সময়ের পার্থক্য যোগ হবে)
- ২০০ মিনিট + ১২০ সেকেন্ড
- ২০০ মিনিট + ২ মিনিট। যেহেতু ১ মিনিট - ৬০ সেকেন্ড
- ২০২ মিনিট
সময়ের ব্যবধান হবে ২০২ মিনিট বা ৩ ঘণ্টা ২২ মিনিট
এখানে যে স্থানটির স্থানীয় সময় নির্ণয় করতে হবে সেটা ঢাকার পূর্ব দিকে অবস্থিত। সুতরাং স্থানীয় সময় ঢাকার সময়ের চেয়ে বেশি হবে কারণ পূর্ব দিকে সূর্য আগে উদিত হয়েছে। তাই ঢাকার সময়ের সঙ্গে ৩ ঘণ্টা ২২ মিনিট যোগ করতে হবে।
স্থানটির সময়
ঢাকার সময় সময়ের পার্থক্য
- ৬টা + ৩ ঘণ্টা ২২ মিনিট
- ৯টা ২২ মিনিট
সকাল ৯টা ২২ মিনিট
৩. স্থানটির নির্ণেয় স্থানীয় সময় ১টা ২২ মিনিট।
উত্তর : সকাল ১টা ২২ মিনিট।
উদাহরণ ২। ঢাকার দ্রাঘিমা ৯০° পূর্ব এবং রিয়ালের দ্রাঘিমা ৪৫° পূর্ব। ঢাকার স্থানীয় সময় দুপুর ২টা হলে সেই সময় রিয়াদের স্থানীয় সময় কত?
সমাধানঃ
আমরা জানি, প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য ৪ মিনিট
ঢাকা ও রিয়াদের দ্রাঘিমার পার্থক্য ১০°- ৪৫° = 850
সময়ের পার্থক্য হবে ৪৫ X ৪ ১৮০ মিনিট অর্থাৎ ৩ ঘণ্টা প্রশ্নে উল্লিখিত ৪৫° পূর্ব দ্রাঘিমা দেখে আমরা বুঝতে পারি, রিয়াদ ঢাকার পশ্চিমে অবস্থিত। তাই ঢাকার স্থানীয়
সময় থেকে এই ৩ ঘণ্টা বাদ যাবে।
রিয়াদের স্থানীয় সময় হবে
-দুপুর ২টা-৩ ঘণ্টা। এখানে দুপুর ২টা বলতে ১৪টা হবে।।
- ১৪টা – ৩ ঘণ্টা
- ১১ টা
উত্তর : রিয়াদের স্থানীয় সময় হবে সকাল ১১টা।
উদাহরণ ৩। 'ক' শহরের দ্রাঘিমা ৭০°৪৫′ পূর্ব এবং 'খ' শহরের দ্রাঘিমা ১৫°১৫′ পূর্ব। 'ক' শহরের স্থানীয় সময় সকাল ৭টা হলে 'ব' শহরের স্থানীয় সময় কত?
সমাধানঃ
দুটি শহরের দ্রাঘিমার পার্থক্য - ৭০°৪৫ - ১৫°১৫′ - 60°00'
আমরা জানি, প্রতি ১°-এর জন্য সময়ের পার্থক্য ৪ মিনিট এবং প্রতি ১০-এর জন্য সময়ের পার্থক্য ৪ সেকেন্ড
সুতরাং, ৫৫"৩০'-এর জন্য সময়ের পার্থক্য হবে
= (৫৫ × ৪) মিনিট + (৩০ x ৪) সেকেন্ড
- ২২০ মিনিট + ১২০ সেকেন্ড
- ২২০ মিনিট + ২ মিনিট। যেহেতু ১ মিনিট ৬০ সেকেন্ড
- ২২২ মিনিট - ৩ ঘণ্টা ৪২ মিনিট
যেহেতু 'ক' শহরের দ্রাঘিমা থেকে 'হু' শহরের দ্রাঘিমার মান কম সেহেতু আমরা বুঝতে পারি 'খ' শহরটি 'ক'
শহরের পশ্চিমে অবস্থিত। তাই 'ক' শহরের স্থানীয় সময় থেকে সময়ের ব্যবধান বিয়োগ করলে 'খ' শহরের স্থানীয় সময় পাওয়া যাবে। সুতরাং, সময় হবে-
"খ" স্থানের স্থানীয় সময়
= সকাল ৭টা - ৩ ঘণ্টা ৪২ মিনিট
- ৩টা ১৮ মিনিট অর্থাৎ ভোর ৩টা ১৮ মিনিট
উত্তর: "খ" শহরের স্থানীয় সময় ভোর ৩টা ১৮ মিনিট।
উদাহরণ ৪। ঢাকা ও টোকিওর স্থানীয় সময়ের ব্যবধান ৩ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। ঢাকার দ্রাঘিমা ৯০°২৬' পূর্ব হলে টোকিওর দ্রাঘিমা কত?
সমাধানঃ
ঢাকা ও টোকিওর সময়ের ব্যবধান ৩ ঘন্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড
- (১৮০+১৭) মিনিট ১৬ সেকেন্ড ১৯৭ মিনিট ১৬ সেকেন্ড
প্রতি ৪ মিনিটে ১° এবং প্রতি ৪ সেকেন্ডে ১ মিনিট সময়ের পার্থক্য হিসাব করে পাওয়া যায়,
১৯৬ মিনিট-এর জন্য ৪৯ এবং বাকি ১ মিনিট ১৬ সেকেন্ড-এর জন্য ১১' অর্থাৎ ৪৯°১১। সুতরাং টোকিও ঢাকার পূর্বে বলে এর দ্রাঘিমা হবে ১০°২৬ + ৪৯°১১- ১৩৯°৪৫′ পূর্ব।
উত্তর : ১৩৯°৪৫′ পূর্ব।
Read more