PSC- Production Sharing Contact. Grandmother of Science বলা হয় ভূগোলকে।
সূর্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশী হাইড্রোজেন গ্যাস (৭৩%), হিলিয়াম (২৫%)
বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম- BEME
BIWTC প্রতিষ্ঠিত হয়- ১৯৫৮ সালে।
স্কাইল্যাব কি- মহাশূন্য স্টেশন ।
পানি কত তাপমাত্রায় বরফ হয়- ০ ডিগ্রি সে.।
জোয়ার-ভাটার কারণ চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে।
খনিজের কাঠিন্য মাপার যন্ত্রের নাম- মোহস।
সিমেন্ট তৈরিতে ব্যবহৃত হয় কোয়ার্টজ।
পৃথিবীর কোন দেশ সবচেয়ে ভূমিকম্প প্রবণ জাপান ।
তরল সোনা কী- খনিজ তেল।
কাল বৈশাখী ঝড় কোন মাসে হয় মার্চ/এপ্রিল।
বাংলাদেশের কোথায় গন্ধক পাওয়া যায় কুতুবদিয়া দ্বীপে।
চট্টগ্রাম সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত কর্ণফুলী ।
কেন্দ্রমণ্ডলের প্রধান গঠন উপাদান লোহা ও নিকেল।
সূর্য হলো সৌরজগতের একটি- নক্ষত্র।
বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কী? - ট্রপোমণ্ডল।
ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি হয়- উপকেন্দ্রে।
ভূ-অভ্যন্তরের স্তরসমূহ হলো অশ্বমন্ডল, গুরুমন্ডল ও কেন্দ্রমণ্ডল ।
ভূমিকম্পের গতিপ্রকৃতি জানার জন্য ব্যবহৃত হয় সিসমোগ্রাফ
ভূ-প্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে ভাগ করা হয়েছে ৩টি শ্রেণিতে।
পৃথিবীর মোট আয়তনের প্রায় ৮২% কোন মন্ডল দ্বারা গঠিত গুরুমণ্ডল
কোন প্রক্রিয়ায় সাধারণত শিলার কোন অপসারণ নেই বিচুর্ণীভবন।
নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে বৃহস্পতির সময় লাগে ৯ ঘণ্টা ৫৩ মিনিট ।
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড বা ৮.৩২ মিনিট
উচ্চতা বৃদ্ধি পাবার সাথে তাপমাত্রা হ্রাস না পেয়ে বৃদ্ধি পেলে তাকে বলে- তাপমাত্রার উৎক্রম।
বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া ও জলবায়ুর ক্রিয়াকলাপ বিরাজ করে- ট্রপোস্ফিয়ার।
১ : ২৫০০০ প্রতিভূ অনুপাত হলে ভূমির ১ কিমি মানচিত্রে কত সেমি প্রকাশ করে- ৪ সেমি. ।
'পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে এ মতবাদ প্রথম প্রদান করেন- কোপার্নিকাস।
পৃথিবীর নিজ অক্ষে সূর্যের চারদিকে একবার আবর্তনের কালকে বলে -সৌরবছর।পারমাণবিক খনিজ বাংলাদেশে পাওয়া গেছে কক্সবাজারের উপকূলীয় এলাকায়। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলদেশের ওপর দিয়ে গিয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা।
নিজ কক্ষপথে পৃথিবীর একবার আবর্তন করতে সময় লাগে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড।
দক্ষিণ গোলার্ধে নিম্নচাপকে কেন্দ্র করে বাতাস কোন দিকে প্রবাহিত হয়- ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
কোনটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন দ্বীপ- মহেশখালী।
মানচিত্রে ক্ষুদ্রতম অংশ মাপার জন্য কোন মাপনী ব্যবহৃত হয়-কৰ্ণ মাপনী ।
উপক্রান্তীয় অঞ্চল বলতে কী বুঝায়- উত্তর গোলার্ধের ২৩.৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি পর্যন্ত