SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস-২ - গ্রাফিক্স ডিজাইন Graphics Design | NCTB BOOK

ফটো এডিটিং সফটওয়্যারের মধ্যে অ্যাডোবি ফটোশপ অন্যতম। নিচে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার এর টুলবার পরিচিতি দেখানো হলো।

■ টাইটেল বার (Title Bar )

অ্যাডোবি ফটোশপ স্ক্রিনের সব থেকে উপরে File, Edit Image, Layer, Select, Filter, View, Windows, Help থাকে। এগুলোর উপরে টাইটেল বার অবস্থিত অর্থাৎ Adobe Photoshop প্রোগ্রামে ডকুমেন্টের নাম যে বারে থাকে তাকে টাইটেল বার বলে। এর কাজ হচ্ছে ডকুমেন্টের নাম ধারণ করা।

■ মেনু বার (Menu Bar )

টাইটেল বারের ঠিক নিচে File, Edit, Image, Layer, Select, Filter, View, Windows, Help এই ৯টির প্রত্যেকটিকে মেনু বলে। আর এই মেনুগুলো একটি বারের উপর সন্নিবেশিত হয় তাকে মেনু বার বলে। এই মেনুগুলোর প্রত্যেকটির অধিনে আবার অনেকগুলো করে সাব-মেনু থাকে যেগুলোকে ব্যবহার করে ব্যবহারকারী কাজকে প্রানবন্ত করতে পারে।

■ টুলস বক্স (Tools Box )

টুলস বক্সটি ডিফল্ট অবস্থায় অ্যাডোবি ফটোশপ স্ক্রিনের বাম প্রান্তে উলম্ব ভাবে থাকে। রাজমিস্ত্রি যেমন কাজ করার সময় তার বিভিন্ন যন্ত্রপাতি— কুন্নি, ওয়্যাটারলেভেল, ঊষা, স্ত্র-গেজ, হ্যামার, শাবল ইত্যাদি ব্যবহার করে নিখুঁত করে বিল্ডিং তৈরি করে। ডিজাইনার ঠিক তেমন করে Move Tool Rectangular Marquee Tool, Lasso Tool, Magic Wand Tool, Crop Tool ইত্যাদি ব্যবহার করে ডিজাইন করতে পারে।

■ জুম ইন্ডিকেটর (Zoom Indicator)

চলমান ডকুমেন্টে কত % জুম আছে তা এই টুল এর মাধ্যমে থেকে দেখা যায়। এর অবস্থান টুলস বারের নিচে এবং স্ট্যাটাস বারের বাম পাশে। এখানে ক্লিক করে নির্দিষ্ট % জুম টাইপ করে এন্টার করলে ডকুমেন্ডটি নিজের মতো জুম হয়ে যাবে। নিজের ইচ্ছেমতো জুমকে নিয়ন্ত্রণ করার জন্য এটি একটি সহজ পদ্ধতি ।

■ স্ট্যাটাস বার (Status bar)

চলমান ডকুমেন্টে কোন কাজ হচ্ছে, কোন টুল ব্যবহৃত হচ্ছে ইত্যাদি সম্পর্কিত তথ্য স্ট্যাটাস বারের মাধ্যমে জানা যায়। এর অবস্থান ডকুমেন্টের একেবারে নিচে জুম ইন্ডিকেটরের ডান পাশে ।

■ টাস্কবার (Task bar )

ডেস্কটপের নিচের দিকে বামপাশ থেকে ডানপাশ পর্যন্ত যে উলম্ব বারটি থাকে তা হলো টাস্কবার । যখন কোন কাজকে মিনিমাইজ (Minimize) করা হয় তখন কাজগুলো সব এই টাস্কবারে এসে জমা হয়। প্রয়োজনের সময় আবার এখানে ক্লিক করলে কাজটি ম্যাক্সিমাইজ (Maximize) হয়ে যায় ।

■ প্যালেট (Palette )

ডিজাইনকে প্রাণবন্ত এবং খুব সহজ করার জন্য প্যালেটের সাহায্য নিয়ে কাজ করতে হয়। ফটোশপ চালু করার সাথে সাথেই প্রয়োজনীয় সব প্যালেট উইন্ডোতে নাও থাকতে পারে, সেক্ষেত্রে প্রয়োজনীয় প্যালেট নিয়ে আসার জন্য Window মেনুতে গিয়ে উক্ত প্যালেটের নামে ক্লিক করলে প্যালেটটি চলে আসবে। প্যালেটগুলো Default অবস্থায় ডান পাশে অবস্থান করে, তবে এগুলোকে ড্রাগ করে নিজের ইচ্ছামতো সরানো যায়। সাধারণত ফটোশপ খুলতে স্ক্রিনের ডান পাশে তিনটি প্যালেট দেখা যায়। সেগুলো হলো-

১. কালার প্যালেট (Color Palette )

২. লেয়ার প্যালেট (Layer Palette )

৩. অ্যাডজাস্টমেন্টস প্যালেট (Adjustements Palette )

অ্যাডোবি ফটোশপে যেসকল প্যালেটসমূহ রয়েছে সেগুলোর নাম নিম্নরূপ—

• Action Palette

• Adjustments Palette

• Animation Palette

• Brush Palette

• Brush Presents Palette

• Channels Palette

 •Character Palette 

• Clone Source Palette

• Color Palette

• Histogram Palette

• History Palette

• Info Palette

• Layer comps Palette

 • Layers Palette

• Masks Palette

• Navigator Palette

• Notes Palette

• Paragraph Palette

• Paths Palette

• Styles Palette

 • Swatches Palette

 • Tool Presets Palette

👤 একক কাজ : ছকে বিভিন্ন ফটো এডিটিং সফটওয়্যার এর টুলবার নাম দেওয়া আছে। এগুলোর মধ্য থেকে বিভিন্ন ধরনের টুলবারের পরিচিতি লিখ। একটি করে দেখানো হলো ।

টুলবারের নামপরিচিতি
টাইটেল বারঅ্যাডোবি ফটোশপ স্ক্রিনের সব থেকে উপরে, File, Edit, Image, Layer, Select, Filter, View, Windows Help থাকে। এগুলোর উপরে টাইটেল বার অবস্থিত অর্থাৎ Adobe Photoshop প্রোগ্রামে ডকুমেন্টের নাম যে বারে থাকে তাকে টাইটেল বার বলে ।
মেনু বার 
টুলস বক্স 
স্ট্যাটাস বার 
Content added || updated By
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.