SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং-২ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

জব ২: হাঁসের বাচ্চার ব্রুডিং

পারদর্শিতার মানদণ্ড:

  • বাচ্চাকে ব্রুডিং করার জন্য কক্ষ প্রস্তুত করা 
  • ব্রুডার ঘরে যন্ত্রপাতি স্থাপন নিশ্চিত করা 
  • বয়স অনুযায়ী তাপমাত্রা, টিকা প্রদান ও ঔষধ প্রয়োগ নিশ্চিত করা 
  • বাচ্চার অবস্থান দেখে তাপমাত্রা বুঝে সঠিক পদক্ষেপ নিশ্চিত করা

(ক) ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)

(খ) প্রয়োজনীয় যন্ত্রপাতি :

(গ) প্রয়োজনীয় কাঁচামাল (Raw materials)

কাজের ধারা: 

ক) সহজে আলো বাতাস চলাচল করতে পারে এমন একটি ঘর নির্বাচন কর । 

খ) ঘরটি ভালভাবে পরিষ্কার কর। 

গ) জীবাণুনাশক দিয়ে জ্বরটি ভালভাবে জীবানুমুক্ত কর । 

ঘ) গল্পটি শুকানোর পর মেঝেতে এক লিটার ৩-৪ ইঞ্চি পুরু করে বিছিয়ে দাও । 

ঙ) ঘরটির সুবিধাজনক স্থানে একটি ব্রুডার স্থাপন কর। 

চ) বাচ্চার সংখ্যানুসারে ব্রুভারের চতুর্দিকে প্রয়োজনীয় দূরত্বে চিকগার্ড স্থাপন কর । 

ছ) চিকগার্ডের ভেতরে পিটারের উপর পেপার বিছিয়ে দাও । 

জ) পেপারের উপর প্রয়োজন অনুযায়ী খাবার পাত্র ও পানি গাত্র স্থাপন কর।

ঝ) থার্মোমিটার ও হাইগ্রোমিটার বাচ্চার গলার সমান উচ্চতায় ঝুলিয়ে দাও। 

ঞ) বাচ্চা ছাড়ার ১২ ঘন্টা পূর্বে ব্রুডার চালু করে থার্মোমিটার ও হাইগ্রোমিটারের সাহায্যে তাপমাত্রা ও আর্দ্রতা পরিমাপ কর । 

ট) প্রয়োজনীয় তাপমাত্রা উঠলে চিকগার্ডের ভেতরে একদিনের বাচ্চা ছেড়ে দাও ।

ব্রুডিংকালে তাপমাত্রা কম বেশি হলে বাচ্চার অবস্থান নিমরূপ লক্ষ্য করা যায়। এরকম হলে তাপমাত্রা নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কর।

ঠ) ব্রুডিংকালে বাচ্চাকে তালিকা মোতাবেক প্রয়োজনীয় ষ্টার্টার রেশন ও বিশুদ্ধ পানি পরিবেশন ক। 

ড) নির্ধারিত তালিকা মোতাবেক ঔষধপত্র ও টিকা প্রদান করো। 

ঢ) বাচ্চা অসুস্থ হলে প্রয়োজেনীয় চিকিৎসার ব্যবস্থা নাও । 

ণ) বাচ্চার বৃদ্ধি যথাযথ কি না তা খেয়াল রাখ এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করো ।

ত) বাচ্চা বড় হলে প্রয়োজন অনুসারে চিকগার্ডের দূরত্ব বাড়িয়ে দাও এবং পাঁচ সপ্তাহ পর ব্রুডার এবং চিকগার্ড সরিয়ে ফেল। 

থ) এরপর বাচ্চাকে গ্রোয়ার শেডে স্থানা করো। 

দ) সকল তথ্য রেকর্ড শীট ও রেজিস্ট্রারে লিপিবদ্ধ করো।

সতর্কতাঃ 

১) লিটার ভিজে গেলে দ্রুত সরিয়ে নতুন লিটার দিতে হবে। 

২) পানি পাত্র প্রতিদিন জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। 

৩) টিকাদান কর্মসূচী সঠিকভাবে অনুসরণ করতে হবে।

 

 

 

Content added By