SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-১ - কম্পিউটার সফটওয়্যারের মৌলিক ধারণা | NCTB BOOK

বিভিন্ন কাজের অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে আলোচনা করা হলো-

অ্যাপ্লিকেশন  সফটওয়্যারের নামমৌলিক কাজব্যবহারিক ক্ষেত্র
ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারলেখালেখি ও শব্দ প্রক্রিয়াকরণ করালেখালেখির বিভিন্ন কাজ করার জন্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন— মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্ড স্টার, ওয়ার্ড পারফেক্ট ইত্যাদি।
স্প্রেডশিট এ্যানালাইসিস সফটওয়্যারহিসাব-নিকাশ করাবাজেট তৈরি, ব্যালেন্সশিট তৈরি ইত্যাদি বিভিন্ন গাণিতিক কাজে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন— মাইক্রোসফট এক্সেল, লোটাস ১-২-৩ ইত্যাদি।
ডেটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারতথ্য ব্যবস্থাপনা করাতথ্য ভাণ্ডার যেমন— কোনো স্কুলের সকল ছাত্র- ছাত্রীর ব্যক্তিগত ও পড়াশুনা সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ম্যানেজমেন্ট করা । যেমন— মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, ওরাকল, ডিবেজ ইত্যাদি।
ক্যাড (CAD)ডিজাইন করাComputer Aided Design যেমন— অটো ক্যাড, টার্বো ক্যাড, ফাস্ট ক্যাড ইত্যাদি। এ সব সফটওয়্যার দিয়ে বিভিন্ন স্থাপত্য ডিজাইন ও যন্ত্রপাতির ডিজাইন করা হয়।
সিমুলেশন সফটওয়্যারত্রিমাত্রিক পরিবেশ তৈরি করাএমআইএসটি ভার্চুয়াল রিয়েলিটি ল্যাপরোস্কোপিক যা ডাক্তারদের ল্যাপারোস্কপিক অপারেশন শেখানোর একটি সিমুলেশন সফটওয়্যার।
গ্রাফিক্স সফটওয়্যারছবি সম্পাদনা করাবিভিন্ন ধরনের ছবি ও প্রচ্ছদ তৈরি করতে গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করা হয় যেমন- এডোবি ফটোশপ, কোরেল ড্র ইত্যাদি।
গ্রাফিক্স এনিমেশন সফটওয়্যারএনিমেশন তৈরি ও সম্পাদনা করাবিভিন্ন কার্টুন ও থ্রিডি অবজেক্ট তৈরি করে তাতে বিভিন্ন ধরনের মোশন (Motion) ব্যবহার করে তাকে এনিমেটেড (চলন্ত) করার জন্য গ্রাফিক্স এনিমেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন— থ্রিডি স্টুডিও ম্যাক্স, মায়া ইত্যাদি
মাল্টিমিডিয়া সফটওয়্যারমাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করাডিজিটাল সিনেমায় সাউন্ড, এনিমেশন ইত্যাদি বিভিন্ন ইফেক্ট দেয়ার জন্য মাল্টিমিডিয়া সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন উইন্ডোজ মিডিয়া প্লেয়ার, ম্যাক্রোমিডিয়া ডিরেক্টর, ফ্ল্যাশ, জেট অডিও প্লেয়ার ইত্যাদি।
প্রেজেন্টেশন সফটওয়্যারপ্রেজেন্টেশন ফাইল তৈরি করাসভা, সেমিনারে স্লাইড শো উপস্থাপন করার জন্য ব্যবহার করা হয়। যেমন— মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট।
ইন্টারনেট ব্রাউজারইন্টারনেট ব্রাউজিং করাবিভিন্ন ওয়েব পেজ খোলা ও দেখার জন্য ব্যবহার করা হয়। যেমন— ইন্টারনেট এক্সপ্লোরার, নেটস্কেপ নেভিগেটর, অপেরা ইত্যাদি।
Content added || updated By