SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

এইচএসসি (বিএমটি) ভোকেশনাল - ই-বিজনেস - ই-কমার্স পরিচিতি ও মডেল | NCTB BOOK

  প্রচলিত বাণিজ্য হলো ব্যক্তিগতভাবে পণ্য ও পরিষেবা কেনা-বেচার একটি প্রথাগত পদ্ধতি যার মধ্যে মুখোমুখি লেনদেন জড়িত। অন্যদিকে ই-কমার্স হলো বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ব্যবসায় পদ্ধতি যেখানে ইন্টারনেটের মাধ্যমে পণ্য ও সেবার বেচা-কেনা হয়ে থাকে। নিচে প্রচলিত বাণিজ্য ও ই-কমার্সের মধ্যে পার্থক্য দেখানো হলো-

প্রচলিত বাণিজ্যই-কমার্স
এ ব্যবসায়ে প্রবেশ সময়সাপেক্ষ।যেকোনো সময় এ ব্যবসায়ে প্রবেশ করা যায়।
নির্দিষ্ট এলাকায় এ ব্যবসায় পরিচালনা করা হয়বিশ্বব্যাপী এ ব্যবসায় পরিচালনা করা যায়।
ওয়ান ওয়ে।ওয়ান-টু-ওয়ান
লিনিয়ার (Linear)ইন্ড টু ইন্ড (End-to-end )
নগদ, ডেবিট ও ক্রেডিট কার্ড।ডেবিট ও ক্রেডিট কার্ড, NEFT অথবা ক্যাশ অন ডেলিভারি।
তাৎক্ষণিক।পণ্য সরবরাহে বিলম্ব হয়ে থাকে।
এক্ষেত্রে সময় সীমিত।অফুরন্ত সময় (24x7x365)।
নন-ইলেকট্রনিক ও ম্যানুয়াল ।ইলেকট্রনিক ও ডিজিটাল মোড।

▪️ NEFT কী?

NEFT এর পূর্ণরূপ হলো National Electronic Funds Transfer। অনলাইন ফান্ড ট্রান্সফারের অন্যতম মাধ্যম হলো NEFT NEFT এর মাধ্যমে ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে টাকার কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ করা থাকে না। যেকোনো পরিমাণ টাকা আদান-প্রদান করা যায়। আবার যে দিন টাকা পাঠানো হয়, ঐদিনই অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়। 

Content added || updated By
Promotion