SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-২ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

জব ১: বোতল কুলারের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সার্কিটের কম্পোনেন্ট টেস্ট।

পারদর্শিতার মানদন্ডঃ

  • স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) পরিধান করা
  • নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুযায়ি বোতল কুলার সংগ্রহ করতে পারা
  • কাজ শেষে ওয়ার্কশপের নিয়ম অনুযায়ী কাজের স্থান পরিষ্কার করা
  • কাজের শেষে চেক লিস্ট অনুযায়ী টুলস ও মালামাল জমা দেয়া

 

প্রয়োজনীয় যন্ত্রপাতি (টুলস, ইকুইপমেন্টে ও মেশিন)

 

মালামাল (Raw Materials ) :

ডায়াগ্রাম

 

কাজের ধারা-

১। নির্দিষ্ট স্পেসিফিকেশনের টেম্পারেচার রেঞ্জ ৩° সে. থেকে ১১° সে., পাওয়ার রেটিং ২৫০ ওয়াট ক্যাপাসিটি ৩৩০ml বোতল ৮৪টি) একটি বোতল কুলার নেও 

২। বোতল কুলারের পেছনে ইলেকট্রিক্যাল ওয়্যারিং ডায়াগ্রাম দেখ 

৩। বোতল কুলার কিছুক্ষণ চালাও, 

৪। সাপ্লাই কড় বিচ্ছিন্ন করো 

৫। স্ক্রু ড্রাইভার দিয়ে কভার প্লেট খোল 

৬। সিষ্টেম হতে কম্পোনেন্ট বিচ্ছিন্ন করো

  • ফ্যান মোটর
  • থার্মোস্ট্যাট সুইচ 
  • ওভারলোড প্রটেক্টর
  • পিসি (পাওয়ার সাপ্লাই) বোর্ড

৭। প্রতিটি কম্পোনেন্টের স্পেসিফিকেশন দেখ (ভোল্টেজ, কারেন্ট) 

৮। স্পেসিফিকেশন অনুসারে কম্পেনেন্ট পরীক্ষা করার জন্য মেজারিং ইনট্রুমেন্ট নির্বাচন করো 

৯। কম্পোনেন্ট সমূহের তালিকা প্রস্তুত করে পুনরায় কম্পোনেন্ট সমূহ যথাযথ স্থাপন করো

১০। পুনরায় সাপ্লাই কর্ড প্লাগে স্থাপন করে কিছুক্ষণ চালাও

১১। সিষ্টেমকে যথাস্থানে রাখ

 

কাজের সতর্কতা:

  • অবশ্যই নিরাপত্তা মূলক সরঞ্জাম ব্যবহার করে কাজ করতে হবে।
  • কাজটি করতে কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই শিক্ষক/ ট্রেইনারকে জানাতে হবে।

আত্মপ্রতিফলন: 

কমার্শিয়াল এ্যাপ্লায়েন্সেস বোতল কুলারে ব্যবহৃত কম্পোনেন্ট সমুহের তালিকা প্রস্তুত করা, ত্রুটি যুক্ত কম্পোনেন্ট সমুহ নির্বাচন করা এবং ব্যবহৃত কম্পোনেন্টের নির্দিষ্ট স্পেসিফিকেশন অনুসারে বাজার থেকে ক্রয় করার দক্ষতা অর্জিত হয়েছে /হয় নাই /আবার অনুশীলন করতে হবে।

 

 

Content added By