SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

পারদর্শিতার মানদণ্ড

▪️স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিম্পত্ত নিরাপত্তা (পিপিই) ও শোভন পোশাক পরিধান করা;

▪️প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করা; কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইকুইপমেন্ট সিলেক্ট এবং কালেক্ট করা :

▪️জবের প্রয়োজন অনুযায়ী কাঁচামাল সংগ্রহ করা;

▪️ ডিজাইন অনুযায়ী সাবধানতার সাথে মেজারমেন্ট নেয়া; 

▪️ কাজ শেষে ওয়ার্কপের এর নিয়ম অনুযায়ী কাজের স্থান, টুলসও ইকুইপমেন্ট পরিষ্কার করা ;

▪️কাজ শেষে ওয়ার্কপের এর নিয়ম অনুযায়ী টুলস ও ইকুইপমেন্ট স্টোরে জমা দেয়া;

▪️অব্যবহৃত মালামাল নির্ধারিত স্থানে সংরক্ষণ করা ;

▪️ওয়েস্টেজ এবং স্ক্যাপ গুলো নির্ধারিত স্থানে ফেলা;

প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা (PPE)

পিপিই এর নামস্পেসিফিকেশনপরিমাণ
নিরাপদ জুতাস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ জোড়া
মাস্ক স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ টি
সেফটি হেলমেটস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ টি
বয়লার স্যুটস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ টি
হ্যান্ড গ্লাভসস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ জোড়া
সেফটি গগলসস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ টি
ইয়ার প্লাগস্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী১ টি

প্রয়োজনীয় যন্ত্রপাতিসমুহ:

যন্ত্রপাতির নাম স্পেসিফিকেশনপরিমাণ
ভার্নিয়ার ক্যালিপার৬ ইঞ্চি১ টি
স্টিল রুল৬ ইঞ্চি১ টি
কম্বিনেশন সেটস্ট্যান্ডার্ড১ টি
অ্যাঙ্গেল প্রটেক্টর স্ট্যান্ডার্ড১ টি
ট্রাই স্কয়ার ৬ ইঞ্চি১ টি

প্রয়োজনীয় কাচাঁমাল সমুহ:

কাচামালের নামস্পেসিফিকেশনপরিমাণ
ফাঁপা পাইপের টুকরাআউট ডায়া ৮০মিমি, ইনার ডায়া ৪০ মিমি ও উচ্চতা ১০০মিমি১ পিস
এমারি ক্লথ o নম্বর১ পিস
পেপারঅফসেট২ পিস

কাজের ধারা

১. স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত নিরাপত্তা (পিপিই) ও শোষন পোশাক পরিধান করো; 

২. প্রয়োজন অনুযায়ী কাজের স্থান প্রস্তুত করো;

৩. চিত্রে প্রদর্শিত জবটির জন্য প্রয়োজনীয় টুলস ও ইনট্রুমেন্ট প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো;

৪. কাজের প্রয়োজন অনুযারী টুলস, ম্যাটেরিয়াল ও ইনট্রুমেন্ট সরঞ্জামগুলির সম্পর্কে ধারণা লাভ করো;

৫. কাজের প্রয়োজন অনুযায়ী টুলস, ম্যাটেরিয়াল ও ইনস্ট্রুমেন্ট সিলেক্ট এবং সরঞ্জাম সংগ্রহ করো; 

৬. জবটির কাচামাল স্কিন রুলের সাহায্যে পরিমাপ করো :

৭. জবটি এনারিথ দিয়ে পরিষ্কার করো;

৮. জবের ডায়ামেটার ভার্নিয়ার ক্যালিপার্স এর সাহায্যে তিন বিন্দুতে তিন বার পরিমাপ কর ও নোট করো;

৯. জবের ইন সাইড ডায়ামেটার তিন বিন্দুতে উভয় পাশ থেকে তিন বার পরিমাপ কর ও নোট করো;

১০. জবের উচ্চতা ভার্নিয়ার ক্যালিপার্স এর সাহায্যে তিন বিন্দুতে তিনবার পরিমাপ কর ও নোট করো;

১১. জবের প্রাপ্ত ডাটা (মাণ) ডায়াটো ও উচ্চতা আলাদা অৱাদা ভাবে গড় ডাটা (যাপ) বের করে নোট করো;

ফাঁপা সিলিন্ডারের প্রাপ্ত মাণসমূহ:

আউট ডায়ামেটারপ্রাপ্ত ডাটাইনার ডায়ামেটারপ্রাপ্ত ডাটাউচ্চতা প্রাপ্ত ডাটা
১ম বার৮০.৩০ মিমি ১ম বার৪০.২০ মিমিউচ্চতা ১ম বার১০০.৩৫ মিমি
২য় বার৮০.২০ মিমি ২য় বার৪০.১০ মিমিউচ্চতা ২য় বার১০০.২৫ মিমি
৩য় বার৮০.১০ মিমি৩য় বার৪০.১৫ মিমিউচ্চতা ৩য় বার১০০.৩০ মিমি
গড় আউট ডায়ামেটার৮০.২০ মিলি প্রায়গড় ইনার ডায়ামেটার৪০.১৫ মিমিগড় উচ্চতা ১০০.৩ মিমি
ব্যাসার্ধ৪০.১০ মিলি প্রায় ব্যাসার্ধ ২০.৭ মিমি  

১৪. কোন সমস্যা হলে প্রশিক্ষককে অবহিত করো;

১৫. কাজের শেষে টুলস ও ইনস্ট্রুমেন্ট গুলো কর্মক্ষেত্রের পদ্ধতি অনুসারে পরিষ্কার করো; 

১৬. টুলস ও ইনস্ট্রুমেন্ট গুলো কর্মক্ষেত্রের পদ্ধতি অনুসারে স্টোরে জমাদান করো ।

কাজের সতর্কতা

• টুলস ও ইনস্ট্রুমেন্টের ধরন অনুসারে সাবধানে হ্যান্ডেলিং করো;

• টুলস ও ইনস্ট্রুমেন্টগুলো পরিষ্কার করো;

• টুলস ও ইনস্ট্রুমেন্ট ধারালো অংশ সাবধানে ব্যবহার করো; সঠিকভাবে সকল প্রয়োজনীয় সুরক্ষা নিয়ম মেনে চলো।

অর্জিত দক্ষতা/ফলাফল

 লেআউট টুলস ও ইনস্ট্রুমেন্টের ও মেজারিং টুলস ব্যবহার করার মাধ্যমে ওয়ার্কশপে শিক্ষার্থীদের ফাঁপা ঘনবস্তুর পরিমাপ ও আয়তনের গানিতিক হিসাব করার করার দক্ষতা অর্জিত হয়েছে/হয় নাই/আবার অনুশীলন করতে হবে।

Content added || updated By