SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

এসএসসি(ভোকেশনাল) - উইভিং-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

সাধারণত বহু সংখ্যক টানা সুতা বিশিষ্ট গ্রে এবং চেক ফেব্রিক তৈরির ক্ষেত্রে সেকশনাল ওয়ার্সিং ব্যবহার করা হয়। এটা ছাড়াও মোটা সুতার সংখ্যা ১৫% এর বেশি রঙিন সুতা ব্যবহার করে বিমিং করার প্রয়োজন হলে সেকশনাল ওয়ার্সিং-এর মাধ্যমে বিমিং করা হয়। হ্যান্ড লুমের ওয়ার্সিং-এর ক্ষেত্রেও সেকশনাল ওয়ার্সিং করা হয় । টানা সুতাগুলোকে হ্যাংক অবস্থায় সাইজিং করা সুতাগুলোকে ববিনে জড়িয়ে ক্রিলে সাজানো হয়। ক্রিল হতে নির্দিষ্ট প্রস্থের সুতাকে সারিবদ্ধভাবে ড্রামে জড়ানো হয়। এভাবে কয়েক সারি সুতা পরপর ড্রামে সাজিয়ে প্রয়োজনীয় প্রস্থের সুতার সারি প্রথমে ড্রামে ও পরে ড্রাম থেকে উইভার্স বিমে জড়িয়ে ওয়ার্সিং করা হয়। উপরোক্ত পদ্ধতিই সেকশনাল ওয়ার্সিং। সেকশনাল ওয়ার্সিং-এ সময় বেশি লাগে।

বিভিন্ন ধরনের ক্রিস বিমিং করার পূর্বে যে ফ্রেমে ওয়াইন্ডিং প্যাকেজ অর্থাৎ কোন সাজিয়ে রাখা হয় সে ফ্রেমকে ক্রিল বলে । ক্রিল প্রধানত তিন প্রকার- 
১. সিঙ্গেল এন্ড ক্রিল (Single end creel) 
(ক) ডুপ্লিকেটেড ক্রিল 
(খ) ট্রাক ক্রিল। 
২. ম্যাগাজিন ক্রিল 
৩. ট্রাভেলিং ক্রিল

১. সিঙ্গেল এন্ড ক্রিল 
যে ক্রিলের মধ্যে একটি ইয়ার্ন প্যাকেজে একটি টানা সুতা জড়ানোর জন্য সুতা নির্দিষ্ট থাকে তাকে সিঙ্গেল এন্ড ক্রিল বলে। এ জন্য ক্রিলগুলোর প্যাকেজের আকার অনেক বড় হয়। সিঙ্গেল এন্ড ক্রিল ২ প্রকার।

ডুপ্লিকেটেড ক্রিস 
এই ক্রিলের ক্রিল ফ্রেম স্থির ও হেড স্টক মুভেবল। কাজেই এক্ষেত্রে দুইটি ক্রিলের সুতা ব্যবহৃত হয়। ট্রাক ক্রিল: এখানে হেড স্টক স্থির কিন্তু ক্রিল মুভেবল। একটি ক্রিলের সুতা শেষ হয়ে গেলে তাকে সরিয়ে রিজার্ভ ক্রিল ব্যবহার করা হয়।

২. ম্যাগজিন ক্রিল 
একটি বহুমুখী প্যকেজ ক্রিল। এখানে একটি টানা সুতার জন্য ২টি প্যাকেজ ব্যবহৃত হয়। যার প্রথম প্যাকেজ এর শেষ প্রান্ত ২য় প্যাকেজের ১ম প্রান্তের সাথে গিঁট দ্বারা যুক্ত থাকে। একটি প্যাকেজের সুতা শেষ হয়ে গেলে ২য় প্যাকেজের সুতা বিমিং হতে থাকে।

৩. ট্রাভেলিং ক্রিল বা মুভেবল প্যাকেজ ক্রিল 
এখানে প্যাকেজ ক্যারিয়ার লুপ আকারে ঘুরতে থাকে। বাইরের ক্রিলের প্যাকেজের সুতা শেষ হয়ে গেলে উক্ত প্যাকেজে ঘুরে ভেতরে চলে যায় এবং বাইরের পরবর্তী প্যাকেজ থেকে সুতা বিমিং হতে থাকে এবং ভেতরের খালি প্যাকেজ সরিয়ে পুনরায় পূর্ণ প্যাকেজ রাখা হয়। উপরোক্ত ক্রিলসমূহ ছাড়াও হ্যান্ডলুমে ব্যবহারের জন্য কেজ ক্রিল ও বুক ক্রিল ব্যবহৃত হয়।

লেকশনাল ওয়ার্নিং-এর সজ্ঞা 
যে ওয়ার্সিং প্রক্রিয়ায় টানা সুভাকে প্রস্থ বরাবর ভাগ করে ভাগ ভাগ অবস্থায় গ্রামে পাশাপাশি জড়ানোর পরে সবগুলো সুতাকে উইভার্স বিমে একসাথে বিমিং করা হয় তাকে সেকশনাল ওয়ার্সিং বলে।

স্পিনারস ববিন (Spinner's bobbin) 
স্পিনিং বিভাগ হতে প্রাপ্ত রিং ববিনকে সাধারণত স্পিনারস ববিন বলা হয় ।

হ্যাংক (Hank ) 
রিং ববিন হতে ওয়াইন্ডিং বিভাগ রিলিং এর মাধ্যমে সুতাসমূহকে হ্যাংক আকারে নেওয়া হয়।

সাইজিং (Sizing ) 
টানা সুতা শক্তি বৃদ্ধি করা ও তাঁতে টানা সুতা ছেঁড়ার হাত থেকে রক্ষা করার জন্য হ্যাংক আকারে টানা সুতাসমূহকে সাইজিং করা হয়।

ববিন ওয়াইন্ডিং (Bobbin winding
সাইজিং করা হ্যাংক সুতাকে সেকশনাল ওয়ার্সিং করার জন্য ফ্রাঞ্জ (Flange) ববিনে জড়ানো হয়।

ক্রিলিং (Creeling) 
সুতাসহ ফ্লাঞ্জ ববিনকে ক্রিলে সাজাতে হবে যাতে পরবর্তীতে ড্রামে প্রয়োজনীয় সংখ্যক সুতা জড়ানো যায় ।

ড্রামে ওয়াইন্ডিং (Drum winding ) 
ক্রিলে সাজানো ববিন থেকে সুতার প্রাপ্ত নিয়ে ড্রামে সেকশন সাজানো হয়।

উইভার্স বিম (Weaver's beam) 
ড্রাম থেকে সুতার সংখ্যা অনুযায়ী সম্পূর্ণ সুতার সারিকে একটি বিমে জড়ানো হয় যা পরবর্তীতে উইভিং করার জন্য তাঁতে উঠানো হয়।

সেকশনাল ওয়ার্সিং-এর জন্য ক্রিল সাজানো 
টানা করার জন্য কাপড়ের দৈর্ঘ্য-প্রস্থ ও ইঞ্চি প্রতি সুতার সংখ্যা এবং সুতার পরিমাণ নির্ণয় করার পর ঐ সুতাগুলোকে ফ্লাঞ্জ ববিনে জড়িয়ে নিতে হয়। সুতা জড়ানো ববিনসমূহ ক্রিলের ফাঁকে শলা বা কাঠি পরিয়ে ক্রিলে সাজিয়ে নিতে হয়। কাঠ দিয়ে তৈরি ক্রিলের গঠনপ্রণালি কয়েক প্রকার হয়ে থাকে। ক্রিলের কাজ শুধু টানা প্রস্তুতের জন্য সুতা জড়ানো ববিনসমূহ এমনভাবে সাজিয়ে নির্ধারিত নিয়মে সেকশনাল ওয়ার্সিং সমাপ্ত করা। ক্রিলের মধ্যে পরিমাণমতো ববিনসমূহ এমনভাবে সাজাতে হয় যেন সুতা খুলে আসার সময় সব ববি একই দিকে ঘুরতে থাকে এবং সুতার প্রাপ্ত সকল একই নিয়মে একই দিক থেকে বের হতে থাকে। পাশাপাশি দুইটি সুতা একটি অপরটির বিপরীত দিক থেকে বের হয়। তবে উভয়টি একত্রে জড়িয়ে কাজের ধারাবাহিকতা ব্যাহত করবে। কাজেই এ ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কাপড়ে ইঞ্চি প্রতি টানা সুতার সংখ্যা সাজায়ে নিলে কাজের সুবিধা হয়। তারপর ববিন থেকে সুতার প্রান্ত কেটে দিয়ে সেলেটের চোখ ও ফাঁকে ধারাবাহিকভাবে গেঁথে নিয়ে সকল সুতার মাথা একত্র করে গিঁট দিয়ে টানা সেকশন করে ড্রামে জড়ানো হয় ।

Content added By