প্রশ্নমালা-১১

এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১. সেচ প্যাম্প কী ? 
২. এল এল পি পাম্প কী ? 
৩. সেন্ট্রিফিউগাল কী । 
৪. এক্সিয়াল ফ্লো পাম্পের কী ? 
৫. এক্সিয়াল ফ্লো পাম্পে বাংলাদেশের কোনো অঞ্চলে বেশি ব্যবহৃত হয় ? 
৬. রেসিপ্রোকেটিং পাম্প কাকে বলে ? 
৭. টারাইন পাম্প প্রধানত কত প্রকার ও কীকী ? 
৮. টারাইন পাম্পের প্রধান অংশ কয়টি ও কী কী ? 
৯. প্রাইমিং কী ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. সেচ প্যাম্প কাকে বলে ? 
২. সেচ প্যাম্প কত প্রকার ও কি কি ? 
৩. সেন্ট্রিফিউগাল পাম্পের অংশসমূহের নাম উল্লেখ কর। 
৪. এক্সিয়াল ফ্রো পাম্পের পরিচিতি উল্লেখ কর । 
৫. এক্সিয়াল ফ্রো পাম্পের বিভিন্ন অংশের নাম লিখ । 
৬. এলএলপি পাম্প এর ইহার বিভিন্ন অংশের নাম লিখ ? 
৭. এলএলপি পাম্প সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও ? 
৮. সাবমার্জিয়ল পাম্প কাকে বলে ? 
৯. সামাজিয়ল পাম্পের যন্ত্রাংশসমূহের নাম উল্লেখ কর । 
১০. রেসিপ্রোকেটিং পাম্পের ব্যবহার ও অংশসমূহের নাম লিখ । 
১১. টারাইন পাম্পের প্রধান প্রধান অংশের অংশসমূহের নাম উল্লেখ কর ? 
১২. পাম্পের গঠন প্রণালী উল্লেখ কর । 
১৩. প্রাইমিং বলতে কী বোঝায় ? 

রচনামূলক প্রশ্ন 

১. এক্সিয়াল ফ্লো পাম্পের সুবিধা সমূহ উল্লেখ কর ? 
২. সাবমার্জিয়ল পাম্পের পঠন প্রনালি বর্ণনা কর ? 
৩. বিভিন্ন প্রকার পাম্প প্রাইমিং পদ্ধতি বর্ণনা কর।

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion