এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

শিল্প কারখানায় উৎপাদন করতে হলে প্রয়োজন ধাতুকে জোড়া দেওয়া। এতে অত্যন্ত সহজ ও মজবুত জোড়ের সৃষ্টি হয়। ওয়েল্ডিং আবিষ্কারের পূর্বে রিভেটের সাহায্যে এ জোড়া দেওয়া হতো। বর্তমানে প্রায় সকল ধাতু এমন কী প্লাস্টিক ও ওয়েল্ডিং করে জোড়া দেওয়া হচ্ছে। যে ওয়েল্ডিং করে তাকে বলা হয় ওয়েল্ডার। দেশ এবং বিদেশের সকল শিল্প কারখানাতে ওয়েল্ডারের ভালো চাহিদা আছে। ওয়েল্ডিং ট্রেডের মূল উদ্দেশ্য হলো ওয়েন্ডার তৈরি করা। এই ট্রেডের কিছু সংখ্যক মেধাবী শিক্ষার্থী উচ্চতর শিক্ষা লাভ করে শিল্প কারখানায় দক্ষ কারিগর এমনকি প্রকৌশলী হিসেবে দেশের শিল্পায়নে যথাযথ ভূমিকা রাখতে সক্ষম হবে।

চিত্র : ১.১ (ক) ওয়েল্ডিং ট্রেড

  • এই ট্রেড শেষ করার পর একজন নবীন ওয়েল্ডার
  • ওয়েল্ডিং মেশিন এবং যন্ত্রপাতি চিনতে পারবে।
  •  ওয়েল্ডিং মেশিন এবং যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করতে পারবে।
  •  ওয়েল্ডিং করতে পারবে।
  • ওয়েল্ডিং-এর দোষ-ত্রুটি শনাক্ত করতে পারবে এবং ত্রুটিগুলোর প্রতিকার জানবে। 
  •  ওয়েল্ডিং এ ব্যবহৃত ধাতুগুলো চিনতে পারবে।

চিত্র : ১.১ (খ) ওয়েল্ডিং পদ্ধতি 

Content added By
Promotion