SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Database Tutorials - SQL - এসকিউএল ব্যাসিক (SQL Basic) | NCTB BOOK

একটি কলাম কতটি ভ্যালু গ্রহণ করবে তার রেঞ্জ নির্ধারন করতে CHECKকনস্ট্রেইন্ট(Constraint) ব্যবহার করা হয়। আপনি যদি একটি নির্দিষ্ট কলামের জন্য CHECKকনস্ট্রেইন্ট নির্ধারন করে দেন তাহলে এটি শুধুমাত্র ঐ কলামের ভ্যালুর জন্যই প্রযোজ্য হবে। আপনি যদি একটি টেবিলের জন্য কনস্ট্রেইন্ট ডিফাইন করে থাকেন তাহলে তা টেবিলে অন্তর্ভূূক্ত সকল কলামের জন্যই প্রযোজ্য হবে।


SQL টেবিল তৈরীর সময় CHECK কনস্ট্রেইন্টের ব্যবহার

নিম্নের SQL স্টেটমেন্টটি "Student_details" টেবিল তৈরী করার সময় "Id" কলামে CHECKকনস্ট্রেইন্ট সেট করবে। এক্ষেত্রে CHECKকনস্ট্রেইন্ট নির্ধারন করে দিবে যেন "Id" কলামের ভ্যালু-সমূহ শূণ্য(0) থেকে বড় হয়।

MySQL এর জন্যঃ

CREATE TABLE Student_details(
  Id int NOT NUll,
  Roll_number varchar(255),
  Student_name varchar(255),
  Institute varchar(255),
  Address varchar(255),
CHECK (Id>0)
);

 


 

Oracle/SQL Server/MS Acces এর জন্যঃ

CREATE TABLE Student_details(
  Id int NOT NUll CHECK (Id>0),
  Roll_number varchar(255),
  Student_name varchar(255),
  Institute varchar(255),
  Address varchar(255)
);

 


একটি CHECKকনস্ট্রেইন্ট এর নাম দেওয়ার জন্য এবং একাধিক কলামে CHECKকনস্ট্রেইন্ট ডিফাইন করার জন্য নিম্নের SQL সিনট্যাক্সটি ব্যবহার করা হয়।

MySQL / SQL Server / Oracle / MS Access এর জন্যঃ

CREATE TABLE Student_details(
  Id int NOT NUll,
  Roll_number varchar(255),
  Student_name varchar(255),
  Institute varchar(255),
  Address varchar(255),
  CONSTRAINT check_student CHECK (Id>0 AND Address='জাতীয় বিশ্ববিদ্যালয়')
);

 


 

পূর্বের তৈরি টেবিলে SQL UNIQUE কনস্ট্রেইন্ট এর ব্যবহার

ডেটাবেজে পূর্ব থেকে বিদ্যমান একটি টেবিলের "Id" কলামে CHECK সেট করতে ALTER TABLE স্টেটমেন্টটের সাথে নিম্নের ন্যায় ADD CHECK কনস্ট্রেইন্ট ব্যবহার করা হয়ঃ

MySQL/Oracle/SQL Server/MS Access এর জন্যঃ

ALTER TABLE Student_details
ADD CHECK (Id>0);

 


 

একটি CHECKকনস্ট্রেইন্ট এর নাম দেওয়ার জন্য এবং একাধিক কলামে CHECKকনস্ট্রেইন্ট ডিফাইন করার জন্য নিম্নের SQL সিনট্যাক্সটি ব্যবহার করা হয়।

MySQL/Oracle/SQL Server/MS Access এর জন্যঃ

ALTER TABLE Student_details
ADD CONSTRAINT check_student CHECK (Id>0 AND Address='জাতীয় বিশ্ববিদ্যালয়');

 


একটি CHECK কনস্ট্রেইন্ট ডিলেট করা

একটি CHECKকনস্ট্রেইন্ট ডিলেট করতে, নিম্নের SQL সিনট্যাক্সটি ব্যবহার করা হয়ঃ

MySQL এর জন্যঃ

ALTER TABLE Student_details
DROP CHECK check_student;

 


 

MySQL/Oracle/SQL Server/MS Access এর জন্যঃ

ALTER TABLE Student_details
DROP CONSTRAINT check_student;
Content added By