SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

অষ্টম শ্রেণি (মাধ্যমিক ২০২৪) - খ্রিষ্টধর্ম শিক্ষা - অঞ্জলি ৩ | NCTB BOOK

উপহার ৪২-৪৩

পরিদর্শন কাজের অভিজ্ঞতা উপস্থাপন

 

 

আজকের সেশনে শিক্ষক তোমাকে দলগত কাজে অংশগ্রহণ করতে বলবেন। তিনি শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী দুটি বা তার অধিক দলে তোমাদের ভাগ করবেন। দলগত কাজের জন্যে যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হবে শিক্ষক তোমাদের তা সরবরাহ করবেন, যেমন- পোস্টার পেপার, সাইন পেন, পিন ইত্যাদি।

 

দলগত কাজ

 

শিক্ষা/চিকিৎসা সেবা প্রতিষ্ঠান পরিদর্শন ও তোমার পূর্ব অভিজ্ঞতা সমন্বয় করে যে ধারণা অর্জন করেছো তা শ্রেণিকক্ষে শিক্ষক তোমাদের দলগতভাবে আলোচনা করতে বলবেন। তোমাদের টিভি নিউজের মত একটি নিউজ তৈরি করতে হবে। এটি খুবই চমৎকার ও সুন্দর কাজ। কখন প্রতিষ্ঠানটি শুরু হয়েছে, প্রতিষ্ঠানটি কি উদ্দেশ্যে কাজ করছে, মানুষ কীভাবে উপকৃত হচ্ছে, মানুষ কীভাবে সম্পৃক্ত হচ্ছে, সমাজসেবায় কীভাবে কাজ করছে, পরিবেশ সংরক্ষণে কীভাবে ভূমিকা রাখছে এ বিষয়গুলো যেন নিউজে আসে, তা খেয়াল রাখতে হবে। পরিদর্শন চলাকালে শিক্ষক তোমাকে শিক্ষার্থী-শিক্ষার্থী প্রশ্নোত্তরের মাধ্যমে পরিবেশের পরিচ্ছন্নতা সম্পর্কে আলোচনা করতে বলবেন। তুমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করছো কি না তা শিক্ষক নিশ্চিত করবেন। নিউজ তৈরির কাজটি হয়ত একটি সেশনে পুরোপুরি শেষ হবে না তাই একাধিক সেশনে তোমাকে কাজ করতে হতে পারে। নিউজ তৈরির সময় তুমি অন্যান্যদের সাথে মনোযোগ সহকারে অংশগ্রহণ করো। নিউজটি উপস্থাপন করার জন্যে শিক্ষক প্রত্যেক দল থেকে একজন করে দলনেতা তৈরি করবেন। তোমাকে যদি দলনেতা নিযুক্ত করা হয় তাহলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করো আর যদি দলনেতা নিযুক্ত না হতে পারো তাতে কষ্ট নিবে না।

 

 

মা-বাবার সাথে আলোচনা

 

টিভি নিউজ সম্পর্কে বাড়িতে মা-বাবা বা অভিভাবকের সাথে আলোচনা করো। মা-বাবা বা অভিভাবক যেন পরিদর্শনের উপকারিতা অনুধাবন করতে পারে এবং নিউজ লেখায় তোমার পারদর্শিতা উপলব্ধি করতে পারে তার জন্যে সব কিছু পরিষ্কারভাবে জানাবে। নিউজ সম্পর্কে মা-বাবা বা অভিভাবকের সাথে আলোচনার পর তাদের অভিব্যক্তি নোট বইয়ে লিখে রাখো। মা-বাবার অভিব্যক্তি থেকে যে বিষয়গুলো নিয়ে নিউজকে আরও সমৃদ্ধ করা যায় তা অন্তর্ভুক্ত করো।

 

নিউজ উপস্থাপনা

 

শিক্ষক তোমাকে তোমার তৈরি করা নিউজটি শ্রেণিকক্ষে উপস্থাপন করতে বলবেন। শিক্ষক যদি তোমাকে প্রথমে উপস্থাপন করতে বলেন তাহলে উৎসাহের সাথে গিয়ে উপস্থাপন করো, আর যদি তোমাকে না বলেন তাতে কোনো সমস্যা নেই, তুমি গুরুত্বসহকারে উপস্থাপনা দেখো। নিউজ উপস্থাপনকালে অন্য শিক্ষার্থীর উপস্থাপিত নিউজের সবল ও দুর্বল দিকগুলো নোট বইয়ে লিখে রাখো।

Content added || updated By