SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

- সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান | NCTB BOOK

স্নায়ুতন্ত্রের রোগ

ক) স্ট্রোক (Stroke) : স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ। স্ট্রোকের কারণ দুইটি। যথা- মস্তিষ্কের ধমনী ছিড়ে রক্তপাত হওয়া অথবা মস্তিষ্কে রক্ত প্রবাহজনিত বাঁধা। এতে রোগী পক্ষাঘাতগ্রস্থ (Paralysis) এবং অজ্ঞান হয়ে যায়। এমনকি এতে রোগীর মৃত্যুও হতে পারে।

 

পারকিনসন রোগ (Parkinson’s disease)

পারকিনসন রোগ হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের এক প্রকার দীর্ঘমেযাদী অধঃপতনজনিত রোগ। এর ফলে রোগীর নড়াচড়ার ক্ষমতা শ্লথ হয়ে যায় (Bradykinesia), পেশিসমূহ অনড় (Regid) ও দুর্বল হয় এবং বিশ্রামরত অবস্থায়ও হাত-পা কাঁপতে (Tremor) থাকে। এই রোগের কারণ অজ্ঞাত। এ রোগে আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কের কৃষ্ণ অংশের (Substantia Nigra) ডোপামিন নিঃসারী স্নায়ু ব্যবস্থা রঞ্জকের পরিমাণ কসে যায়, বর্ণহীন বস্তু (Hyaline bodies) জমা হয় এবং ঐ অংশের স্নায়ুসমূহ বিনষ্ট হয়ে যায়।

 

গ) অটিজম

স্নায়ুর বিকাশজনিত সমস্যার একটি বিস্তৃত রূপ হলো অটিজম।

ঘ) ইনসমনিয়া বা নিদ্রাহীনতা।স্নায়ু (Nurve)

মানুষের করোটিক স্নায়ু (Cranial Nerves) ১২ জোড়া এবং সুষুম্না (Spinal Nerves) ৩১ জোড়া।

 

 

Content added By
চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয়
এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
এই রোগ মানবদেহের কিডনি বিনষ্ট করে
ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.