Academy

 

First program

Test Website

 

কোডটিতে ব্যবহৃত ট্যাগগুলো হলো-

i. ফরমেটিং

ii. হাইপারলিংক

iii. ইমেজ

নিচের কোনটি সঠিক?

Created: 1 year ago | Updated: 1 year ago
VOTE STATISTICS
OPTION 1 : 1
OPTION 2 : 0
OPTION 3 : 0
OPTION 4 : 0

আমরা সবাই জানি ইন্টারনেট ব্যবহার করে ইমেইল, ফাইল শেয়ারিং, ভয়েস কলিং এরকম বিভিন্ন তথ্য ও সেৰা আদান-প্রদান করা যায়। এদের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য বহুল ব্যবহৃত একটি মডেল হচ্ছে ওয়েৰ। ওয়েব হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব-এর সংক্ষিপ্ত রূপ। ওয়েবের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে ছুটি যন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদান করা যায়। বর্তমানে ওয়েবকে আমরা বলতে পারি তথ্যভান্ডার যেখানে অনেক তথ্য রিসোর্স, ওয়েব ডকুমেন্ট আকারে সঞ্চিত আছে। জামরা আমাদের দৈনন্দিন জীবনে ওয়েবের নানা ধরনের তথ্যের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে গেছি। এই অধ্যায়ে কীভাবে একটি কার্যকর ওয়েব সাইট তৈরি করা যায় সেটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে।

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা-

  • ওয়েব ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে;
  • ওয়েবসাইটের কাঠামো বর্ণনা করতে পারবে;
  • এইচটিএমএল-এর ধারণা ব্যাখ্যা করতে পারবে।
  • এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেইজ ডিজাইন করতে পারবে;
  • ওয়েব সাইট পাবলিশ করতে পারবে।
Content added By

Related Question

View More

Promotion