Academy

নিচের ছকটি অবলম্বনে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও

কৃত্রিম উপগ্রহ 
Mজাহাজের যাত্রাপথে হিমবাহের উপস্থিতি নির্ণয়
Nআকাশে বিমানের অবস্থান নির্ণয়
Oমহাবিশ্ব সম্পর্কে অজানা তথ্য নির্ণয়
Pফসলে পোকামাকড়ের আক্রমণের তথ্য ও ছবি সংগ্রহ

ছকে উল্লিখিত কাজের ভিত্তিতে কোন দুটি উপগ্রহ একই প্রকৃতির?

Created: 1 year ago | Updated: 1 year ago

দিনের বেলা আকাশের দিকে তাকালে আমরা সূর্যকে দেখতে পাই। রাতের মেঘমুক্ত আকাশ আমাদের বিস্মিত করে। রাতের আকাশে থাকে চাঁদ ও মিটমিট করে জ্বলা অসংখ্য তারা। এদের সৌন্দর্য আমাদের মুখ করে। আমাদের মাথার উপর রয়েছে অনন্ন আকাশ, সীমাহীন ফাঁকা জায়গা বা মহাকাশ। সূর্য, চাঁদ, গ্রহ, ভারা, মহাকাশ, হায়াগব, গ্যালাক্সি ইত্যাদি দেখা না দেখা সবকিছুকে নিয়ে মহাবিশ্ব। মহাবিশ্বের সকল কিছুকে বলা হয় নভোমণ্ডলীয় কস্তু। এই অধ্যারে আমরা মহাবিশ্ব নিম্নে আলোচনা করব।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

   • মহাকাশ এবং মহাবিশ্ব ব্যাখ্যা করতে পারব;
   • প্রাকৃতিক এবং কৃত্রিম উপগ্রহ ব্যাখ্যা করতে পারব;
   • উপগ্রহের কক্ষপথে চলার গতি ব্যাখ্যা করতে পারব;
   • কৃত্রিম উপগ্রহের ব্যবহার ও গুরুত্ব বর্ণনা করতে পারব;
   • কৃত্রিম উপগ্রহের অবদান উপলব্ধি করতে পারব।

Content added || updated By