বাংলাদেশের প্রথম দ্বি-পাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি কোন দেশের সাথে স্বাক্ষরিত হয়েছে?

Created: 3 years ago | Updated: 10 months ago
Updated: 10 months ago
  • বাংলাদেশ CTBT অনুমোদন ৮ মার্চ, ২০০০ সালে ২৮ তম দেশ হিসেবে।
  • ১২৯ তম দেশ হিসাবে CTBT চুক্তি অনুমোদন করে।
  • ভারত-বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭২ সালের ১৯ মার্চ।
  • বহুল আলোচিত 'টিকফা' চুক্তির বিষয় বাণিজ্য ও বিনিয়োগ।
  • Extradition Treaty হল অপরাধী প্রত্যর্পণ চুক্তি।
  • ১৯৭৩ চুক্তি অনুযায়ী বেরুবাড়ির বদলে ভারত থেকে পাবার কথা তিন বিঘা কড়িডর।
  • ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ পরিচালিত হয় মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে।
  • বাংলাদেশ-ভারত পানিচুক্তি (গঙ্গার পানিবন্টন চুক্তি) স্বাক্ষরিত হয় ১২ ডিসেম্বর, ১৯৯৬ সালে।
  • এখন পর্যন্ত ফারাক্কার উপর চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৫ টি।
  • ভারতের সঙ্গে বাংলাদেশে পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় নয়াদিল্লী।
  • বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি আইনে ভারতের রাষ্ট্রপতি স্বাক্ষর করে ২৮ মে ২০১৫ সালে।
  • ভারত-বাংলাদেশ সীমানা চিহ্নিতকরণে মুজিব ইন্দিরা চুক্তি সম্পাদিত হয় ১৬ মে, ১৯৭৪ সালে।
  • ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ১৬.৫ কিলোমিটার ।
  • বাংলাদেশের কোন নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মান করেছে পদ্মা নদী
  • বাংলাদেশ 'হানা' (হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস আসেসমেন্ট) চুক্তি স্বাক্ষর করে ১৯৯৮।
Content added By
Promotion