On This Page
- সাধারণ বিজ্ঞান - ভৌতবিজ্ঞান | NCTB BOOK

পারদ (Mercury)

পারদ (Hg) সর্বাপেক্ষা নিম্ন গলনাঙ্কবিশিষ্ট ধাতু। এটি স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। পারদ ব্যতীত সিজিয়ামই একমাত্র ধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল। তরল পদার্থগুলোর মধ্যে পারদ সর্বাপেক্ষা ভারী। থার্মোমিটারে পারদ বহুলভাবে ব্যবহৃত হয় কারণ অল্প তাপে বহুলভাবে ব্যবহৃত হয় কারণ অল্প তাপে পারদের আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়। ফলে তাপমাত্রা সহজে সূক্ষভাবে মাপা যায়।

 

প্রফুল্ল চন্দ্র রায় (১৮৬১-১৯৬৪৪ খ্রি.)

প্রফুল্ল চন্দ্র রায় (সংক্ষেপে পি.সি.রায়) একজন প্রখ্যাত বাঙ্গালি রসায়নবিদ। তিনি বেঙ্গল কেমিক্যাল (ভারতের প্রথম ঔষধ কোম্পানি) এর প্রতিষ্ঠাতা এবং মারকিউরাস নাইট্রাইট এর আবিষ্কারক।

Content added By
গলানাঙ্ক কম
স্ফুটনাঙ্ক বেশি
একমাত্র তরল ধাতু
অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়
অপরিবাহী
সুপরিবাহী
পরিবাহী
কুপরিবাহী

Promotion

Promotion