বাংলা

- বাংলা | NCTB BOOK

10490.

Section-C: Translation: Bangla to English

বাংলাদেশে ব্যবসাপ্রতিষ্ঠান বাসাবাড়ি ও বিভিন্ন প্রকল্পে সৌরবিদ্যুৎ তথা সোলার প্যানেলের) ব্যবহার দিন দিন বাড়ছে। সূর্য থেকে সোলার প্যানেল আলো শোষণ করে বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে, যা দিয়ে পরবর্তী সময়ে লাইট, ফ্যান প্রভৃতি চালানো যায়। সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ২০৩০ সালের মধ্যে ৪ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে। ফলে নীতিগত ও ব্যবহারিক উভয় দিক দিয়ে। দেশে সৌরবিদ্যুৎ খাতের বেশ সম্পাদনা রয়েছে। সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন মূলত একটি পরিবেশবান্ধব প্রক্রিয়া এবং এ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করে তা জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে বিদ্যুৎ খরচ ২০ শতাংশ কমবে।

Created: 2 weeks ago | Updated: 1 week ago

In Bangladesh, the use of solar power (solar panels) in businesses, homes and various projects is increasing day by day. Solar panels absorb light from the sun and generate electrical current, which can then be used to run lights, fans, etc. The government's sustainable development target plans to produce 4,100 megawatts of electricity from renewable sources by 2030. As a result both in policy and practical aspects. The solar power sector in the country is well established.Electricity generation through solar panels is basically an environment-friendly process and if electricity generated in this process is connected to the national grid, electricity consumption will be reduced by 20 percent.

1 week ago