এসএসসি(ভোকেশনাল) - ফার্ম মেশিনারি-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

অতি সংক্ষিপ্ত প্রশ্ন 

১. পাইপ কী ? 
২. পাইপ প্রধানত কত প্রকার ও কী কী ? 
৩. পাপের কাজ লিখ? 
৪. নমনীয় পাইপ কী ? 
৫. ৪টি নমনীয় পাইপের নাম লিখ ? 
৬. ধাতব পাইপ কাকে বলে ? 
৭. অধাতব পাইপ কাকে বলে ? 
৮. সেচ কাজে ব্যবহৃত পাইপ কত প্রকার ও কী কী ? 
৯. পাইপ ফিটিংস কী ?
১০. পাইপ ফিটিংস কত প্রকার ও কী কী ? 
১১. প্যাঁচ কাটা যন্ত্রের নাম কী ? 

সংক্ষিপ্ত প্রশ্ন 

১. ব্যবহারের ভিত্তিতে পাইপ কত প্রকার ও কী কী ? 
২. অসমান স্থানে কী ধরনের পাইপ ব্যবহার করা হয় ? 
৩. অনমনীয় পাইপ কাকে বলে ? ৮টি নমনীয় পাইপের নাম লিখ ? 
৪. পাইপের সাইজ বলতে কী বোঝায় ? 
৫. ধাতব পাইপ কত প্রকার ও কীকী ? 
৬. অধাতব পাইপ কত প্রকার ও কীকী ? 
৭. পাইপ সংযোগকারী ফেটিংস কাকে বলে ? 
৮. পাইপ সংযোগকারী ফেটিংসসমূহের নাম লিখ ? 
৯. পানির প্রবাহ নিয়ন্ত্রনকারী ফেটিংস কাকে বলে ? 
১০. পানির প্রবাহ নিয়ন্ত্রনকারী ফেটিংসসমূহের নাম লিখ ? 
১১. পাইপ ফিটিং-এ প্রয়োজনীয় যন্ত্রপাতির একটি তালিকা তৈরি কর ? 
১২. পাইপের সংযোগস্থল ছিদ্রযুক্ত করার জন্য কী ব্যবহার করা হয় ? 
১৩. লিফ প্রুফ কম্পাউন্ড কোথায় এবং কেন ব্যবহার করা হয় 1 
১৪. কয়েকটি লিক প্রুফ কম্পাউন্ডের নাম লিখ । 
১৫. পাইপ ফিটিংস বলতে কী বোঝায় ? 
১৬. ধাতব বস্তুর বাহিরে প্যাঁচ কাটা যন্ত্রের নাম কী ? 
১৭. রিডিউসিং সকেট কোথায় ব্যবহৃত হয় ? 
১৮. লিক প্রুফ কম্পাউন্ডের ব্যবহার উল্লেখ কর। 
১৯. জি.আই (GI) পাইপ কী ? 

রচনামূলক প্রশ্ন 

১. পাইপ কাটার পদ্ধতি বর্ণনা কর। 
২. পাইপের থ্রেড কাটার পদ্ধতি বর্ণনা কর। 
৩. পাইপ কাটা ও ফিটিংস এর সাবধানতা বর্ণনা কর । 
৪. নিকপ্রুফ কম্পাউন্ড করে বলে ? ইহার কার্য প্রণালী বর্ণনা কর ?

Content added || updated By

Promotion