আমাদের উৎসব

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - আমার বাংলা বই - | NCTB BOOK
130
130

আমাদের উৎসব

উৎসব মানে আনন্দ-অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে।

কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়। কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে। কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে। আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায়।

১লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এ দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ। নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাঁড়ি, হাতি, ঘোড়া, কাঠের পুতুল বিক্রি হয়। বিক্রি হয় মুড়ি, মুড়কি, খই, বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়।

নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয়। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে। যেমন, ফুল সংগ্রহ করা হয়। অনেক রকম সবজি দিয়ে পাঁচন রান্না করা হয়। মজার মজার খেলার আয়োজন করা হয়।

মুসলমানদের প্রধান উৎসব ঈদ-উল ফিতর ও ঈদ-উল আজহা। দুই ঈদে সবাই ঈদগায় নামাজ পড়তে যায়। ঈদের দিন ফিরনি-সেমাই, পোলাও- মাংস রান্না করা হয়। সবাই সবার বাড়িতে যায়, কোলাকুলি করে।

হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা হয় শরৎকালে। সবাই সুন্দর করে সেজে পূজামণ্ডপে যায়। আরেকটি উৎসব লক্ষ্মীপূজা। লক্ষ্মীপূজায় নাড়ু, লাড্ডু, সন্দেশ তৈরি করা হয়। অনেকে বাড়িতে আলপনা আঁকে।

খ্রিষ্টানরা ডিসেম্বর মাসের ২৫ তারিখে বড়োদিন পালন করে। এদিন ক্রিসমাস ট্রিতে ছোটো ছোটো বাতি লাগিয়ে সাজানো হয়। ঘরবাড়িও সুন্দর করে সাজানো হয়। এদিন শিশুরা ভাবে, লাল পোশাক পরা সান্তা ক্লজ এসে উপহার দিয়ে যাবেন।

বৌদ্ধদের সবচেয়ে বড়ো উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয়। এদিন বৌদ্ধরা বৌদ্ধবিহারে যায়। ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধবিহার সাজায়। সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জালায়।

এছাড়া কিছু উৎসব পারিবারিক। কিছু উৎসব সামাজিক। জন্মদিন, বিয়ে এ ধরনের উৎসব। নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে।

শব্দ শিখি 

জাঁকজমক – আড়ম্বর

অঞ্চল - এলাকা

পার্বত্য - পাহাড়ি

আলপনা - নকশা

প্রদীপ - বাতি

বাক্য বলি ও লিখি 

উৎসব . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

বরণ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

আলপনা . . . . . . . . . . . .. . . . . . . . . . . . . . . .  . . . . . . . . . . . . . . . . . . . . 

জন্মদিন. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি

১লা বৈশাখ 

বুদ্ধ পূর্ণিমা

নামাজ

দুর্গাপূজা

ঈদে ঈদগায়ে সবাই. . . . . . . . . . . . . . .  পড়তে যায়।

. . . . . . . . . . . . . . . বাংলা বছরের প্রথম দিন।

হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসবা. . . . . . . . . . . . . . . 

সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়. . . . . . . . . . . . . . . ।

বাম পাশের সাথে ডান পাশের মিল করি

বুদ্ধ পূর্ণিমা 

বড়োদিন 

ঈদ 

দুর্গাপূজা

মুসলমানদের প্রধান উৎসব 

হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব 

বৌদ্ধদের সবচেয়ে বড়ো উৎসব 

খ্রিষ্টানদের সবচেয়ে বড়ো উৎসব

বুঝে নিই

পাঁচন - বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার।

বৌদ্ধবিহার - বৌদ্ধদের প্রার্থনার স্থান।

মুখে মুখে উত্তর বলি ও লিখি 

ঈদুল আজহা কাদের উৎসব? 

কোন পূজা শরৎকালে হয়? 

কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? 

কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়?

Content added By
Promotion