মানব জয়ের গল্প

তৃতীয় শ্রেণি (প্রাথমিক স্তর ২০২৪) - আমার বাংলা বই - | NCTB BOOK
70
70

অনেক অনেক দিন আগের কথা। তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা। সমুদ্রপারের সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু। তাঁর নাম রাখা হয় নিকোলাস। নিকোলাস মানে মানব জয়।

নিকোলাসের পিতামাতা ধনী ছিলেন। তিনি অল্প বয়েসেই পিতামাতাকে হারান। নিকোলাস বেড়ে ওঠেন এতিম হিসেবে। সেজন্য বাবা-মা ছাড়া বড়ো হওয়ার কষ্ট তিনি বুঝতেন। বড়ো হয়ে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি তাঁর পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন। তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন। গরিব-দুঃখী মানুষের সন্ধান করতেন। যেখানেই গরিব মানুষ দেখতেন, তাদের সাহায্য করতেন। শিশুদের ভালবাসতেন। শিশুদের নানা উপহার দিতেন।

তাঁর এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই তাঁকে ভালবাসতে শুরু করে। বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয়। ৬ই ডিসেম্বর তাঁর মৃত্যু দিবস। পৃথিবীর অনেক দেশ দিনটিকে 'নিকোলাস ডে' হিসেবে পালন করে। এ দিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয়। উপহার দেওয়া হয়। শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয়।

শব্দ শিখি

সমুদ্রপার - সাগর-তীর

দানশীলতা - দান করার গুণ

রীতি - নিয়ম

বাক্য লিখি 

অনেক . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

অল্প . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

বড়ো . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

ধনী . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

মজার. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 

যুক্তবর্ণ ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি

তুরস্ক      স       স      +    ক       স্কুল

জন্ম      ন্ম       ন   +   ম          . . . . . . . . . . . . . . . . . . 

সম্পত্তি      ম্প       ম     +    প         . . . . . . . . . . . . . . . . . . 

সন্ধান     নধ       ন    +      ধ      . . . . . . . . . . . . . . . . . . 

বুঝে নিই

তুরস্ক - একটি দেশের নাম

নিকোলাস ডে -  নিকোলাসের মৃত্যুদিন। এদিন শিশুদের উপহার দেওয়া হয়।

এক কথায় বলি

যার মা-বাবা নেই - এতিম

যার দয়া আছে –  দয়ালু

যিনি দান করেন – দানশীল

যার দুঃখ আছে - দুঃখী

বিপরীত শব্দ পড়ি ও লিখি

ধনী                  গরিব

অল্প                 বেশি

কষ্ট                  সুখ

দয়ালু              নির্দয়

ভালোবাসা        ঘৃণা

বলি ও লিখি

নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? 

তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? 

তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন? 

নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে?

পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নিই

পুরুষবাচক

স্ত্রীবাচক

বাবা

মা

ভাই

বোন

বর

কনে

স্বামী

স্ত্রী

ছেলে

মেয়ে

Content added By
Promotion