ইসলাম ও নৈতিক শিক্ষা

চতুর্থ শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা | NCTB BOOK

শিক্ষক শব্দের অর্থ গুরু । যিনি আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এ শিক্ষা দান করেন তাদেরকে শিক্ষক বলে। শিক্ষক হলেন জাতির ভবিষ্যৎ গড়ার কারিগর।

শিক্ষক আমাদের যা যা সেখান সেগুলো নিম্নরূপ: 

১.শিক্ষক আমাদের পড়তে ও লিখতে শেখায় ।

২. জ্ঞান বিজ্ঞানের নানা বিষয় শিক্ষা দেয়

৩. কোরআন ও হাদিসের বিভিন্ন কথা শিক্ষা দেন 

৪. দেশ ও দশের কথা শেখায় 

৫. মানুষকে সম্মান করতে শেখায় 

৬. ভবিষ্যতে পথ চলতে সাহায্য করে

৭. বিভিন্ন খারাপ বিষয় সম্পর্কে অবগত করেন 

৮. শিক্ষক আমাদের  ছোটদের স্নেহ করতে শেখায় 

৯. শিক্ষক আমাদের মানুষকে সালাম দিতে শেখায় এবং সত্য কথা বলা শেখায়

 

7 months ago