দিনমজুর
(অনুচ্ছেদ রচনা)দিনমজুর হলেন সেই ব্যক্তি, যিনি দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে থাকেন। তারা সাধারণত কৃষিকাজ, নির্মাণকাজ এবং রাস্তাঘাট তৈরির মতো শ্রমসাধ্য কাজগুলো করে থাকেন। তাঁদের অনেকেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। কেউ কেউ আবার সারাদিন রোদ, বৃষ্টি কিংবা শীত উপেক্ষা করেও কাজ করে থাকেন। তাঁদের জীবনযাত্রার মান সাধারণত নিম্নমানের হয়। তাঁদের জীবন অত্যন্ত কষ্টকর এবং অনিশ্চয়তায় ভরা। দিনমজুরদের উপার্জন সীমিত এবং তা দিয়ে পরিবারের সব চাহিদা পূরণ করা সম্ভব হয় না। অধিকাংশ দিনমজুর দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। দৈনিক মজুরি দিয়ে তাদের পক্ষে পরিবার চালানো খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। যার ফলে তাঁদের সন্তানদের মৌলিক চাহিদাগুলো ঠিকমতো পূরণ হয় না। কখনো কখনো তাঁরা যখন কাজ পান না তখন তাঁদের না খেয়ে থাকতে হয়। একটি দেশের অর্থনীতি সচল রাখতে দিনমজুরদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের কঠোর পরিশ্রম আমাদের দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখলেও সমাজে তাঁরা সবসময় উপেক্ষিত থাকেন। তাঁদের জন্য সঠিক মজুরির ব্যবস্থা, বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং সন্তানদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। পরিশেষে বলা যায়, একজন দিনমজুরের জীবনসংগ্রাম, পরিশ্রম ও অধ্যবসায়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁদের অবদান রয়েছে। তাই তাঁদের প্রতি আমাদের সযমর্মিতা ও সম্মান প্রদর্শন করা উচিত। দেশ ও সমাজের প্রগতির জন্য তাঁদের জীবনমান উন্নয়নেও বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বাংলা ব্যাকরণ শেখা কি কঠিন মনে হয়?
এসো, SATT Academy–তে শিখি ব্যাকরণ ও ভাষা নির্মাণ–কে সহজ ও আনন্দময় উপায়ে!
এখানে তুমি পাবে NCTB অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী সাজানো প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিও সহ শিক্ষা, এবং PDF ডাউনলোড সুবিধা – সবকিছু এক প্ল্যাটফর্মে।
🔗 বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি সাইট থেকে ডাউনলোড বা অনলাইনে পড়তে পারবেন)
SATT Academy–র সাথে ব্যাকরণ ও নির্মিতি শেখা হবে মজাদার, সহজ এবং পরীক্ষার জন্য একদম উপযোগী।
শুরু করুন বাক্য গঠন থেকে ভাষা নির্মাণ–এর রোমাঞ্চকর পথচলা আজ থেকেই।
🎓 SATT Academy – ভাষা শেখার স্মার্ট সঙ্গী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
(অনুচ্ছেদ রচনা)জিআই পণ্য
(অনুচ্ছেদ রচনা)জুলাই বিপ্লব: ২০২৪
(অনুচ্ছেদ রচনা)কৃত্রিম বুদ্ধিমত্তা
(অনুচ্ছেদ রচনা)বৃক্ষমেলা
(অনুচ্ছেদ রচনা)সাম্প্রদায়িক সম্প্রীতি
(অনুচ্ছেদ রচনা)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?