চট্টগ্রাম অঞ্চলের জনপ্রতিনিধি জনাব বেলাল আহমদ অত্যন্ত উদার ও দয়ালু মানুষ। সম্প্রতি তার এলাকায় রোহিঙ্গা শরণার্থীরা আসলে তিনি তাদের পানির অভাব দূর করার জন্য নিজস্ব তহবিল থেকে অসংখ্য নলকূপ স্থাপন করেন। তাদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা গ্রহণ করেন। তাছাড়া মসজিদও নির্মাণ করে দেন। তাঁরই ভাই স্থানীয় চেয়ারম্যান মকবুল সাহেব রোহিঙ্গা শিশুদের কান্নার আওয়াজ শুনে রাতের অন্ধকারে ইউনিয়নের তহবিল থেকে আটার বস্তা নিয়ে তাদের মধ্যে বিতরণ করেন। এমনকি রোহিঙ্গা গর্ভবতী মহিলাদের প্রসব বেদনায় সাহায্য করার জন্য তাঁর স্ত্রীকে সেখানে নিয়ে যান।