রুহান ও সগীর দুই বন্ধু। সম্প্রতি তারা দাখিল পাস করে আলিম শ্রেণিতে ভর্তি হয়েছে। বিষয় বেছে নেওয়ার ক্ষেত্রে উভয়ই সমস্যায় পড়ে। রুহান তার বাবার পরামর্শ চাইলে তিনি তাকে সুনাগরিকের গুণাবলি অর্জন, নাগরিক অধিকার ভোগ ও পরামর্শ চাইলে তিনি তাকে সুনাগরিকের গুণাবলি অর্জন, নাগরিক অধিকার ভোগ ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য নাগরিকতা সংশ্লিষ্ট একটি বিষয়কে পাঠ্য হিসেবে নেওয়ার জন্য পরামর্শ দিলেন। অপরদিকে সগীরের বড় ভাই তাকে নাগরিক সেবা নিশ্চিত করার যায় এরূপ একটি বিষয়ের কথা বলেন, যেটি অধ্যয়ন করলে মোবাইলে পরীক্ষার ফল জানা যায় এবং ঘরে বসে অনলাইনে পড়াশোনার করা যায় এরূপ একটি বিষয় নেয়ার কথা বলে।