ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগরের মি. রমিজ উন্নত জাতের আম, পেয়ারা, মালটা প্রভৃতি চারা উৎপাদন করে বিক্রি করেন। তিনি চারা উৎপাদনের পূর্বে উপজেলা কৃষি কর্মকর্তার সহায়তায় জমির মাটি চারা উৎপাদনের উপযোগী এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন। তিনি তাপমাত্রা নিয়ন্ত্রক পলিপেপার ব্যবহারের মাধ্যমে অতি রোদ-বৃষ্টি, শীত ও কুয়াশা থেকে চারাগুলোকে সুরক্ষার কৌশল অবলম্বন করেন। ফলে তার প্রচুর মুনাফা অর্জিত হচ্ছে। এই বছর জমি বন্যার পানিতে প্লাবিত হয়ে চারা নষ্ট হয়ে যায়। ফলে তিনি মূলধন সংকটে পড়েন। তিনি ব্যাংক হতে ২% সুদে দুই লক্ষ টাকা ঋণ গ্রহণ করে মূলধন সংকট নিরসন করেন।