(i) তোমাকে যে ভালোবাসি এ কথা বাতাসেও জেনেছে
এই বার্তা মুখে করে প্রভাময়ী আলো নিয়ে যায়
আমাদের প্রেমের রূপে নীলবর্ণ আকাশ টাঙ্গায়
দিকে দিকে জাগে ভোর, বনভূমে পাখিরা সেজেছে।
(ii) তুমি চলে গেছ কত যুগ কত বছর?
এইমাত্র সমুখে ছিলে, পাত্রে জল কাঁপছে এখনো
যেন কোনো এক স্বপ্নঘেরা বাগানে লুকানো
তোমার প্রেমের রূপ, প্রতিশ্রুতি, মিথ্যের শব্দবহর।