বেলতলী গ্রামে বেলায়েতের বাস। গ্রামের মানুষ কুসংস্কারে আচ্ছন্ন। গ্রামবাসী বিশ্বাস করে ‘কাক ডাকলে দুঃখ আসে’ ‘পিছন থেকে ডাকলে বিপদ আসে। ‘শিয়াল দেখলে অমঙ্গল হয়' ইত্যাদি। বেলায়েত দেখেছে গ্রামের সহজ-সরল মানুষের এই সংস্কার কাজে লাগিয়ে এক পির ব্যবসা করে যাচ্ছে। পিরের কবল থেকে গ্রামের মানুষকে উদ্ধারের জন্য, বিজ্ঞানমনস্ক করার তাগিদে একটি আধুনিক স্কুল প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর হয়ে শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
“কিন্তু মানুষের ফোঁড়া হইলে সে ফোঁড়া ধারালো ছুরি দিয়া কাটিতে হয়।”— কে, কোন প্রসঙ্গে বলেছে?
(অনুধাবন)“কিন্তু মানুষের ফোঁড়া হইলে সে ফোঁড়া ধারালো ছুরি দিয়া কাটিতে হয়।”— এই উক্তিটি কবি কাজী নজরুল ইসলাম বলেছেন। এটি তার কবিতা "বিদ্রোহী" এর একটি অংশ। এই প্রসঙ্গে কবি সমাজের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলেছেন এবং প্রমাণ করেছেন যে সমাজের সমস্যা সমাধানে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।