Academy

চিত্রে ইয়ং এর দ্বিচিড় পরীক্ষার একটি ব্যবস্থা দেখানো হলো। চিড়ে 3100Å তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেলা হলে পর্দার কেন্দ্র হতে উভয় দিকে 10 টি ডোরা দেখা গেল ।

রেডনের অর্ধায়ু 3.82 দিন বলতে কী বুঝায় ?

Created: 1 year ago | Updated: 3 months ago
Updated: 3 months ago

যে সময়ে কোন তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর ঠিক অর্ধেক পরিমাণ ভেঙ্গে যায় তাকে ঐ পদার্থের অর্ধায়ু বলে।

রেডনের অর্ধায়ু 4 দিন বলতে বুঝায়, মুক্তভাবে রেখে দিলে প্রতি 4দিন অন্তর অন্তর সেটার পরিমাণ অর্ধেক করে কমে যাবে।

উদাহরণ স্বরূপ, আপনি যদি 100গ্রাম রেডন মুক্তভাবে রেখে দিলে সেটা 4দিন পর দেখতে পাবেন, 50গ্রামে পরিনত হয়ে গেছে, 8দিন পর দেখবেন 25গ্রামে পরিনত হয়েছে, এভাবে প্রতি 4দিন অন্তর অন্তর অর্ধেক করে কমতেই থাকবে।

 

3 months ago

পদার্থবিদ্যা

Please, contribute to add content.
Content
Promotion