ইলখানী সুলতান গাজান খান একজন প্রজারঞ্জক শাসক ছিলেন। তিনি জনগণের কল্যাণের কথা চিন্তা করে সকল প্রকার অন্যায় কর নিষিদ্ধ করেন। তার শাসননীতি ছিল প্রজাকল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠা। তিনি অত্যন্ত ন্যায়বান সুচরিত্রের অধিকারী, পরিশ্রমি শাসক ছিলেন সত্য, তবে সাম্রাজ্যের বিভিন্ন মতাবলম্বিদের বিরোধীতা, বহুজাতির সমন্বয়ে গঠিত রাষ্ট্রের দুর্বলতা, ইলখানীদের প্রতি বিরূপ মনোভাব ইত্যাদি কারণে ইলখানী সাম্রাজ্যটি খুব স্থায়ী হয়নি।