অনুশীলনী

পঞ্চম শ্রেণি (প্রাথমিক) - ইসলাম ও নৈতিক শিক্ষা - ইবাদত | | NCTB BOOK
26
26

শূন্যস্থান পূরণ কর

১. ____ ইমানের অঙ্গ । 

২. সালাত দীন ইসলামের_____ ।

৩. সালাত ___ চাবি । 

8. ____ মানে সংক্ষিপ্তকরণ । 

৫. সালাতের ভেতরের ফরজগুলোকে ____ বলে। 

৬. ঢাকা শহরকে বলা হয় ___ শহর। 

৭. সাওমের মূল উদ্দেশ্য হলো ____ অর্জন করা ৷ 

৮. ___ অর্থ যাকাত ব্যয়ের খাতসমূহ । 

৯. জীবনে ____ হজ করা ফরজ। 

১০. পরস্পর সাক্ষাৎ হলে বলব ____।

 

বাম দিকের শব্দের সঙ্গে ডান দিকের শব্দের অর্থ মিলাও

 

     বাম                         ডান

১. ইবাদত                 ক্ষমা প্রার্থনা করা

২. সালাত                 ভ্রমণকারী

৩. মুসাফির              বিরত থাকা

৪. সাওম                  আনুগত্য

৫. যাকাত               নির্ধারিত পরিমাণ

৬. নিসাব                সংকল্প করা

৭. হজ                    পবিত্রতা ও বৃদ্ধি

৮. কুরবানি              ভেঙে ফেলা

৯. আকিকা               উৎসর্গ

 

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

(১) ইবাদত কাকে বলে ? 

(২) আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? 

(৩) ইসলামের রুকন কয়টি ও কী কী?

(৪) পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখ। 

(৫) সালাতের নিষিদ্ধ সময়গুলো কী কী?

(৬) মুসাফির কাকে বলে ? 

(৭) আহকাম কাকে বলে? 

(৮) আরকান কাকে বলে? 

(৯). সাওম কাকে বলে ? 

(১০) সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 

(১১) যাকাত কাকে বলে ? 

(১২) হজ কাকে বলে ?

(১৩) হজের ফরজ কয়টি এবং কী কী? 

(১৪) কুরবানি কাকে বলে ? 

(১৫) আকিকা কাকে বলে ?

 

বর্ণনামূলক প্রশ্ন—

(১) ইবাদতের তাৎপর্য বর্ণনা কর। 

(২) সালাতের গুরুত্ব বর্ণনা কর। 

(৩) পাঁচ ওয়াক্ত সালাতের সময় বর্ণনা কর । 

(৪) সালাতের ফজিলত ও শিক্ষা বর্ণনা কর ৷

(৫) দুই রাকআত ফরজ সালাত আদায়ের নিয়ম লেখ ?

(৬) সালাতের আহকামগুলো লেখ । 

(৭) সালাতের আরকান বলতে কী বোঝ? আরকানগুলো কী কী?

(৮) সালাতের ওয়াজিবগুলো কী কী? 

(৯) মসজিদের আদবগুলো কী কী? 

(১০) সাওমের গুরুত্ব ও তাৎপর্য সংক্ষেপে লেখ 

(১১) যাকাতের তাৎপর্য ও শিক্ষা বর্ণনা কর। 

(১২) যাকাতের মাসারিফ কয়টি ও কী কী,বর্ণনা কর। 

(১৩) হজের গুরুত্ব ও তাৎপর্য লেখ ৷ 

(১৪) হজের ফরজগুলো সংক্ষেপে বর্ণনা কর। 

(১৫) মুখ, দাঁত, হাত ও পা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব বর্ণনা কর। 

(১৬) কুরবানি প্রচলনের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর । 

(১৭) ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার গুরুত্ব বর্ণনা কর। 

(১৮) সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি উদার, সহিষ্ণু ও সহনশীল হওয়ার গুরুত্ব বর্ণনা কর ৷

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

প্ৰাৰ্থনা
আনুগত্য
দান করা
সিয়াম সাধনা।
Promotion