আনিকাকে কোন স্কুলে ভর্তি করানো হবে তা নিয়ে পরিবারের সদস্যরা আলোচনা করতে লাগলো। আনিকার বাবা বাড়ি থেকে স্কুলের দূরত্ব, পড়াশোনার মান প্রভৃতি চিন্তা করে একটি স্কুলের কথা বললেন। অবশেষে তারা আনিকাকে সেই স্কুলেই ভর্তি করানোর সিদ্ধান্ত নিলো।
সেলিনা রহমান তার বাসার জন্য একটি ফ্রিজ কিনবেন। বেতনের অর্থ দিয়ে পরিবারের জন্য আসবাব নয়তো পোশাক ক্রয় করতে পারবে। দুটির মধ্যে বিকল্প একটিকে বাছাই করতে হবে। সেলিনা রহমান এই বাছাই প্রক্রিয়া ব্যক্তিগতভাবে করবেন। বাছাই প্রক্রিয়া মূল্যায়নে তাকে অনেক বিষয় চিন্তা করতে হবে।
Read more