“পদচিহ্ন রেখে যাবো বাংলার মানচিত্র জুড়ে, আবার আসব অচিনপুর ঘুরে।”
পরীক্ষার্থী ছিল। দু'জনই মুক্তিযুদ্ধে যাবার পরিকল্পনা করে। কিন্তু দু'জনের পরিবার অনুমতি না দিলেও ফারাবি রাতের অন্ধকারে বাবা- মায়ের আশীর্বাদ কামনা করে ট্রেনিংয়ের জন্য ভারতে গমন করে। অবশেষে যুবায়ের যেতে পারেনি।
তন্ময় কর্মসূত্রে সিঙ্গাপুরে থাকলেও সর্বদাই দেশের খবরাখবর রাখে। দেশের ভালো খবরে তার মন আনন্দিত হয়। সম্প্রতি সড়ক দুর্ঘটনার হার বেড়ে যাওয়াতে তন্ময় খুব বিচলিত।
Read more