১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের কারণ

একাদশ- দ্বাদশ শ্রেণি - পৌরনীতি ও সুশাসন - পৌরনীতি ও সুশাসন ২য় পত্র | NCTB BOOK
20.8k
Summary

১৯৫৪ সালের পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণগুলো নীচে উল্লেখ করা হলো:

  1. লাহোর প্রস্তাব বিরোধী ভূমিকা: লাহোর প্রস্তাব অনুযায়ী পূর্ব বাংলার মানুষের মধ্যে অসন্তোষ ছিল, যা মুসলিম লীগের পরাজয়ে প্রভাবিত করে।
  2. দলীয় অন্তর্দন্দ ও আদর্শগত কোন্দল: মুসলিম লীগ কিছু নেতার স্বার্থে পরিণত হয়ে কোন্দলে জড়িয়ে পড়ে, ফলে নতুন প্রতিদ্বন্দ্বী দল তৈরি হয়।
  3. পূর্ব বাংলার স্বার্থের প্রতি উপেক্ষা: মুসলিম লীগ পূর্ব বাংলার জনগণের স্বার্থকে উপেক্ষা করেছিল, যা তাদের বিরুদ্ধে প্রতিবাদ সৃষ্টি করে।
  4. প্রশাসনিক ব্যর্থতা: খাদ্য সংকট, লবণ সংকট ও দুর্নীতি নিয়ে মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে অসন্তোষ বৃদ্ধি পায়।
  5. নির্যাতনমূলক পদক্ষেপ গ্রহণ: মুসলিম লীগ সরকার বিরোধী ছাত্র-যুব-নেতাদের বিরুদ্ধে নিপীড়ন চালায়, যা নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষে রায় সংগ্রহ করে।

এসব কারণে মুসলিম লীগ ১৯৫৪ সালের নির্বাচন পরাজিত হয়।

১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন এ ক্ষমতাসীন মুসলিম লীগ এর শোচনীয় পরাজয় ঘটে এবং যুক্তফ্রন্ট এর সাফল্য সূচিত হয়। এর কারন গুলো নিচে উল্লেখ করা হলঃ

১। লাহোর প্রস্তাব বিরোধী ভুমিকাঃ  লাহোর প্রস্তাব এর ভিত্তিতে ১৯৪৬ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাতে মুসলিম লীগ জয় লাভ করে। লাহোর প্রস্তাবে ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চল শতন্ত্র মুসলিম রাষ্ট্র গঠন এর কথা থাকলেও  ১৯৪৬ সালে তা সংশোধন করে এক পাকিস্তান গঠন এর সিদ্ধান্ত নিলে পূর্ব বাংলার মানুষের মধ্যে অসন্তুষ্টি দেখা যায়। যা ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগ এর পরাজয়ে প্রভাব বিস্তার করে।

২। দলীয় অন্তরদন্দ ও আদর্শগত কোন্দলঃ পাকিস্তান সৃষ্টির পর মুসলিম লীগ দল কিছু নেতার পকেট সংগঠনে পরিণত হয়। ফলে ক্ষমতাসীন দলের মধ্যে কোন্দল দেখা দেয়। প্রগতিশীল নেতা ও কর্মীদের মুসলিম লীগ এর প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয় এবং নতুন নতুন প্রতিদন্ধি দল তৈরি হয়। ফলে মুসলিম লীগ সংগঠন হিসেবে দুর্বল হয়ে পরে।

৩। পূর্ব বাংলার স্বার্থের প্রতি উপেক্ষাঃ পূর্ব বাংলার স্বার্থের প্রতি মুসলিম লীগ চরম উপেক্ষা দেখিয়েছিল। পাকিস্তান সৃষ্টি র পর মুসলিম লীগ এর কায়েমি স্বার্থবাদি মহল এর শুরু থেকে ইচ্ছা ছিল পূর্ব বাংলা কে পশ্ছিম পাকিস্তানের উপনিবেশে পরিণত করা। মুসলিম লীগ শাসন আমলে যুক্তফ্রন্ট এর বিরুদ্দে প্রথম থেকেই প্রতিবাদ করে আসছিল । এর ফলে পূর্ব বাংলার মানুষ যুক্তফ্রন্ট এর পক্ষে রায় দেয়।

৪। প্রশাসনিক বার্থতাঃ মুসলিম লীগ শাসন আমলে খাদ্য সংকট, লবন সংকট ও বন্যা সমস্যা এবং পাট কেলেঙ্কারি ফাশ হয়ে যাবার কারনে মানুষ মুসলিম লীগ এর প্রতি খুব্দ হয়ে উঠে। অপরদিকে ২১ দফা কর্মসূচিতে খাদ্য সংকট, লবন সংকট ও বন্যা সমস্যা সমাধানের নিশ্চায়তা প্রদান করে ও মুসলিম লীগ শাসন আমলে দুর্নীতি অনুসন্ধান পরিচালনার ঘোষণা পূর্ব বাংলার জনগন কে উদ্দিপ্ত করে তোলে।

৫। নির্যাতন মূলক পদক্ষেপ গ্রহনঃ মুসলিম লীগ নেতৃত্বাধীন সরকার প্রাদেশিক স্বায়ত্তশাসনকামি ছাত্র -যুব-রাজনৈতিক নেত্রিবিন্দ কে ‘দেশদ্রোহী’ , ‘ ভারতের অনুচর ’ আক্ষায় আখ্যায়িত করে এবং তাদের উপর নির্যাতন চালায়। ১৯৫৪ সালের নির্বাচনে এ নির্যাতিত নেতারাই ‘ যুক্তফ্রন্ট’ গঠন করে। এর ফলে পূর্ব বাংলার জনগন নির্বাচনে মুসলিম লীগ এর বিপক্ষে এবং  যুক্তফ্রন্ট এর পক্ষে রায় দেয়।

পরিশেষে বলা যায় যে, বিশেষ কতগুলো যুক্তিসঙ্গত কারনে ক্ষমতাসীন  মুসলিম লীগ দল ১৯৫৪ সালের পূর্ব বাংলার নির্বাচনে পরাজিত হয়। 

Content added By
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...