The first Bangladeshi woman to climb the Mount Everest is:

Created: 2 years ago | Updated: 2 years ago
Updated: 2 years ago

রেনেসাঁর জনকঃ পেত্রার্ক (ইতালি)।

  • মুসলিম রেনেসাঁর কবিঃ ফররুখ আহমদ
  • বাঙালি রেনেসাঁর জনকঃ রাজা রামমোহন রায়।
  • বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে খ্যাতঃ কাজী নজরুল ইসলাম।
  • বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী কবিঃ মাইকেল মধুসূদন দত্ত।
  • শাহজালাল (রহ.) তুরস্কের অধিবাসী ছিলেন ও ইয়েমেন থেকে বাংলায় আসেন ।
  • ১৯৪৮-১৯৫২ সাল পর্যন্ত ১১ মার্চ ভাষা দিবস পালন করা হত।
  • আন্তর্জাতিক বইমেলাঃ ডিসেম্বর।
  • ঢাকা বইমেলাঃ জানুয়ারি।
  • একুশে বইমেলাঃ ফেব্রুয়ারি।
  • হেমন্ত মেলার আয়োজকঃ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।
  • বাণিজ্য মেলার আয়োজকঃ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
  • পূর্ব বাংলার প্রথম সরকারি বালিকা বিদ্যালয়ঃ ইডেন গার্লস স্কুল ।
  • পূর্ব বাংলার প্রথম মহিলা কলেজঃ বেথুন কলেজ ।
  • ভারত শাসন আইন পাশ হয় : ১৯৩৫ সালে।
  • ভারত স্বাধীনতা আইন পাশ হয় : ১৯৪৭ সালে।
  • স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন জেলা ছিল ১৯টি।
  • পাকিস্তান শাসনামলে টাঙ্গাইল ও পটুয়াখালী জেলার সৃষ্টি হয়।
  • স্বাধীন বাংলাদেশে প্রথম নবগঠিত জেলা : জামালপুর (১৯৭৮)।
  • বাংলাদেশের বেশিরভাগ জেলা গঠিত হয় : ১৯৮৪ সালে ।
  • স্বাধীনতার পূর্বে বিভাগ ছিল : ৪টি (ঢাকা-চট্টগ্রাম-রাজশাহী-খুলনা) ।
  • বৃহত্তর জেলা : ১৯৪৭ সালে দেশ ভাগের পর বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে যে সকল জেলা বিদ্যমান ছিল সেগুলোকে বৃহত্তর জেলা বলা হয়। দেশ ভাগের পূর্বে পূর্ববঙ্গে ১৫টি জেলা ছিল। ১৯৪৭ সালে নদীয়া জেলা থেকে বৃহত্তর কুষ্টিয়াকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার ফলে জেলার সংখ্যা হয় ১৬টি। পরবর্তীতে ১৯৪৭ সালে গণভোটের মাধ্যমে বৃহত্তর সিলেট পাকিস্তানে যোগদান করলে জেলা হয় ১৭টি।
  • ফয়েজ লেক-চট্টগ্রাম(পাহাড়তলী)
  • বগালেক- বান্দরবান (রুমা)
  • প্রান্তিক হ্রদ- বান্দরবান(হলুদিয়া)
  • বাংলাদেশে শীতল পানির ঝর্না - হিমছড়ি
  • বাংলাদেশের উষ্ণ পানির ঝর্না - সীতাকুণ্ড।
  • বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ -তাজিংডং বা বিজয়
  • বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় - গারোপাহাড়
  • জাতিসংঘ বাংলাদেশকে স্বীকৃতি দেয়-১৭ অক্টোবর ১৯৭২(পর্যবেক্ষক)
  • বাংলাদেশ জাতিসংঘের সদস্য হয়-১৭ সেপ্টেম্বর, ১৯৭৪
  • সাইবারসিটি- সিলেট
  • Healthy city- Chattagram
  • Silk city- Rajshahi Statue of liberty-Manhattan, Newyork city
  • বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য Statue of Unity- ভারতের গুজরাটে।
  • পিস স্ট্যাচু-নাগাসাকি, জাপান
  • স্ট্যাচু অব পিস-সিউল,দক্ষিণ কোরিয়া
  • তাম্রলিপ্ত-জনপদ
  • তাম্রলিপি- শাসনাদেশ।
  • বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোন-EU
  • রংধনু যার প্রতীক- স্বাস্থ্যসেবার সবুজ ছাতা - স্বাস্থ্য পরিচর্যা সেবার
  • সূর্যের হাসি-পারিবারিক স্বাস্থ্যসেবার
  • সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে-যুক্তরাষ্ট্র
  • সবচেয়ে বেশি রেমিটেন্স আসে-সৌদি আরব
  • বাংলাদেশের সংবিধান গৃহীত হয়- ৪ নভেম্বর, ১৯৭২
  • বাংলাদেশের সংবিধান কার্যকর হয়- ১৬ ডিসেম্বর, ১৯৭২
  • ফা-হিয়েন ভারতবর্ষে(বাংলায়)আসেন-দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে।
  • হিউয়েন সাং ভারতে আসেন-৬৩০ খ্রি.
  • হিউয়েন সাং বাংলায় আসেন-৬৩৮ খ্রি. (হর্ষবর্ধনের আমলে)
  • ইবনে বতুতা ভারতে আসেন- ১৩৩৩ ( তুগলকের আমলে)
  • ইবনে বতুতা বাংলায় আসেন- ১৩৪৫-৪৬ (ফখরুদ্দিন মোবারক শাহর আমলে)
  • রাঙ্গামাটির রাজাকে বলে-চাকমা রাজা
  • বান্দরবানের রাজাকে-মোবাং রাজা
  • খাগড়াছড়ির রাজাকে -মং রাজা
  • বাংলাদেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়-ডিসেম্বর, ১৯৯০ - ৫ এপ্রিল,
  • তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন ১৯৯১ (পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন)
  • বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোন-TWO
  • কত সে.মি এর ছোট ইলিশ মাছের পোনা ধরা নিষেধ - ২৫ সে.মি.
  • ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট-চাঁদপুরে
  • মৎস্য গবেষণা ইনস্টিটিউট -ময়মনসিংহে
  • প্রথম ইপিজেড- চট্টগ্রাম আয়তনে বড় ইপিজেড-ঢাকা
  • কৃষিভিত্তিক ইপিজেট- উত্তরা ইপিজেড, নীলফামারী
  • এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-লন্ডন
  • ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল-জার্মানি
  • জাতীয় জনসংখ্যা দিবস-২ ফেব্রুয়ারি
  • বিশ্ব জনসংখ্যা দিবস-১১ জুলাই
  • বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কথা বলে-ইংরেজিতে
  • ভাতৃভাষার বিবেচনায় বেশি লোক কথা বলে - মান্দারিনে
  • ব্রি ২৮=বন্যা প্রবণ এলাকার জন্য
  • ব্রি ৩৩= উত্তরবঙ্গে মঙ্গা এলাকার জন্য
  • ব্রি ৪০/৪১= উপকূলীয় লবণাক্ত এলকার জন্য
  • ব্রি ৫৬/৫৭=খরা প্রবণ এলাকার জন্য
  • রাষ্ট্রপতি পুরস্কার - কৃষি উন্নয়নের জন্য
  • প্রধানমন্ত্রী পুরস্কার -বৃক্ষ রোপনের জন্য
  • শিখা চিরন্তন অবস্থিত -সোহরাওয়ার্দী উদ্যানে।
  • শিখা অনির্বাণ অবস্থিত - ঢাকা সেনানিবাসে
  • বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে- বুড়িগঙ্গা নদীর (১৮৬৪)
  • ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর তীরে ( বাংলাদেশ থেকে ১৬.৫ কি.মি দূরে পশ্চিমবঙ্গে)
  • টিপাইমুখী বাঁধ- বরাক নদীর উজানে ( পূর্বাঞ্চল, সিলেট, ভারত)
  • তিস্তাবাঁধ কোন নদীর তীরে- তিস্তা নদীর ( নীলফামারী,রংপুর ও দিনাজপুর এলাকা জুড়ে বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প)
  • গজলডোবা বাঁধ - তিস্তা নদীর উপর ( ভারতীয় অংশ,পশ্চিমবঙ্গ)
  • টাইগার পয়েন্ট -সুন্দরবন আর এলিপেন্ড পয়েন্ট- কক্সবাজার
  • জাতীয় সংসদে প্রথম তত্ত্বাবধায়ক সরকার বিল পাস- ১৯৯৬
  • তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মোট নির্বাচন - ৪টি (১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮)
  • বাংলাদেশে দুবার গণভোটের আয়োজন করা হয়।
  • মোট কতটা সংশোধনীকে অবৈধ ঘোষণা করা হয়- ৪টি (৫ম, ৭ম, ১৩তম, ১৬তম)
  • বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর- ইউনিয়ন পরিষদ।
  • পুলিশ একাডেমি - সারদা, রাজশাহী
  • মিলিটারি একাডেমি - ভাটিয়ারী, চট্টগ্রাম
  • নেভাল একাডেমি - পতেঙ্গা, চট্টগ্রাম
  • এয়ারফোর্স ট্রেনিং সেন্টার - যশোর
  • ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম ভারতে আসে-পর্তুগিজরা
  • ইউরোপীয় বণিকদের মধ্যে অবশেষে ভারতে আসে ফরাসিরা
  • যুক্তরাষ্ট্র আলাস্কা রাজ্যটি কিনে-রাশিয়ার কাছ থেকে (১৮৬৭)
  • যুক্তরাষ্ট্র লুইজিয়ানা রাজ্যটি কিনে ফ্রান্সের কাছ থেকে। (১৮০৩)
  • যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা -ফেয়ার ফ্যাক্স
  • যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা- ব্লাক ওয়াটার
  • আইফেল টাওয়ার - প্যারিস, ফ্রান্স
  • টুইন টাওয়ার - নিউইয়ার্ক,যুক্তরাষ্ট্র
  • বাংলাদেশ স্কয়ার- লাইবেরিয়া
  • বঙ্গবন্ধু স্কয়ার - ফ্রান্স
  • বঙ্গবন্ধু সংবাদ সংস্থা - কলকাতায়
  • পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ -মাউন্ট এভারেস্ট
  • পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা- হিমালয়
  • পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী- আন্দিজ পর্বতমালা
  • চা বোর্ড -চট্টগ্রাম (১৯৭৭)
  • চা গবেষণাগার-শ্রীমঙ্গল
  • প্রথম চা চাষ হয়-চট্টগ্রাম (১৮৪০)
  • বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ-মালনী ছড়া, সিলেট (১৮৫৪)
  • বাংলাদেশ জাতিসংঘের- ১৩৬তম সদস্য 
  • বাংলাদেশ ভারত যৌথ বাহিনী গঠিত হয়- ২১ নভেম্বর ১৯৭১
Content added By
Content updated By
Promotion