নিচেরউদ্দীপকটি পড় এবং ৩ও ৪ নং প্রশ্নেরউত্তর দাও :

 

মিসেসরেবা শীতের মৌসুমের পর গরম কাপড়গুলোউঠিয়ে রাখেন। পরেরবার শীতের মৌসুমের আগে কাপড়গুলো ব্যবহারকরতে গিয়ে দেখেন অনেকগুলো কাপড় পোকার দ্বারা নষ্ট হয়েছে।

 

 

৪। কাপড়টি নষ্ট হওয়ার কারণ—

i. কাপড়গুলোরউপর কীটনাশক ওষুধ স্প্রে করাহয়নি ৷

ii. মাঝেমাঝে হালকা রোদ ও বাতাসেকাপড় শুকানো হয়নি।

iii. কালোজিরা, চাপাতা, নিমপাতা ব্যবহার করা হয়নি।

নিচেরকোনটি সঠিক ?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

পোশাক ব্যক্তির সৌন্দর্যবোধ, রুচি এবং ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরে। নিজের পছন্দমতো পোশাক শুধু ক্ৰয় করলেই চলে না। বরং পোশাকের কর্মউপযোগী টেকসই রাখতে হলে পোশাকের যত্ন অপরিহার্য হয়ে পড়ে। ক্রমাগত পরিধানের ফলে নতুন পোশাক পুরানো জীর্ণ হয়ে পড়ে। এমন পুরানো বা জীর্ণ বস্ত্র বা পোশাককে উপযুক্ত সংস্কারের সাহায্যে নতুনভাবে ব্যবহারোপযোগী করে তোলা যায়। অনেক সময় পোশাকে দাগ লেগে পোশাকটির সৌন্দর্য বিনষ্ট হয়। এই ধরনের ক্ষতি কমানোর জন্য বিভিন্ন পদ্ধতিতে পোশাকের দাগ উঠিয়ে ফেলা উচিত।

পোশাকের স্থায়িত্ব, সৌন্দর্য ব্যবহারোপযোগিতা বজায় রাখার জন্য যথাযথভাবে যত্ন নেওয়া প্রয়োজন সঠিক নিয়মে যত্ন নিলে কাপড়চোপড় অনেক দিন টেকে, সুন্দর অবস্থায় থাকে এবং অর্থের সাশ্রয় হয়। পরিষ্কার পরিপাটি পোশাক দেহ মনের সুস্থতা বজায় রাখে

Content added By
Promotion